করোনায় যুদ্ধাপরাধী

সুপায়ন বড়ুয়া ১০ জুলাই ২০২০, শুক্রবার, ০৩:৫৬:৪০অপরাহ্ন কবিতা ৩৪ মন্তব্য

মানব সেবার নামে যারা করে যায় টেস্ট প্রতারণা
ক্ষমা নেই তাদের দিনে দিনে বাড়িয়েছে দেনা।
চিকিৎসার নামে ওরা খুলেছে আধুনিক কষাইখানা
টাকার বদলে মানুষ মেরেছে বিবেকে দিয়েছে হানা।

বিবেক ওরা বন্ধক রেখে টাকার পিছনে ছোটে
সুযোগ বুঝে মুখোশ খোলে নিত্য নতুন ফাঁদে।

করোনা কালের মহামারীতে মানুষ আজ অসহায়
সেই সময়টা বেছে নেয় তারা টাকার নেশা পায়।
করোনা টেস্টের কাগজ বেঁচে রোগ বিস্তার করে যায়
ফাঁসির দাবী উঠুক এবার মানুষ হত্যার দায়।

কেউ করে যায় চিকিৎসার নামে আগুনে মানুষ পোড়ে
আই সিও ব্যবসার নতুন ফাঁদে গলা টিপে ধরে।

করোনা যুদ্ধে বাঁচার লড়াইয়ে লড়ছে বাংলাদেশ
সেবার নামে প্রতারক যারা তারা হোক নি:শেষ।
মুখোশ তাদের খসে পড়েছে শান্তি কমিটির বেশ
যুদ্ধাপরাধে দণ্ডিত হোক গর্জে উঠে বাংলাদেশ।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ