আজাদীতে প্রকাশিত খবরে জানা যায়, চট্টগ্রাম ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পর ৫ বছরের শিশু আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পিবিআই। মুক্তিপণের জন্য অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয় আয়াতকে। পরে ওই শিশুকে ছয় টুকরো করে কাট্টলী সাগরপাড়ে ফেলে দেয়া হয়" ( আজাদী, ২৬ নভেম্বর'২২)। শুধুমাত্র শিশুমণি আয়াতকেই কি ছয় [ বিস্তারিত ]