মানবতা কাঁদে যখন সড়ক দুর্ঘটনায় আহত শিশু চিকিৎসা না পেয়ে মারা যায়।
মানবতা কাঁদে যখন ধনীরা অঢেল সম্পদ থাকা সত্ত্বেও হাসপাতালে জায়গা না পায়।
মানবতা কাঁদে যখন  হৃদরোগী হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরে শেষ নিস্বাস ত্যাগ করে।
মানবতা কাঁদে যখন কিডনি রোগী ডায়ালোসিস করতে না পেরে যন্ত্রণায় ছটফট করে।
মানবতা কাঁদে রোগীরা যখন নিয়মিত চিকিৎসার জন্য ডাক্তার সাহেবকে চেম্বারে না পায়।
মানবতা কাঁদে মানুষ  যখন শ্বাস কষ্টে অক্সিজেনের অভাবে প্রাণ হারায়।
মানবতা কাঁদে দুষ্ট চক্র যখন জীবনরক্ষাকারী ঔষধ চিকিৎসা সরঞ্জাম নিয়ে মূল্যবৃদ্ধি ভেজালের সিন্ডিকেট গড়ে তোলে।
মানবতা কাঁদে যখন চিকিৎসা সেবার নেয়ার জন্য  আর্তনাদকারী ধনী গরীবের লাশ ঢিংগিয়ে অমানুষের দল টাকার পাহাড় গড়ে তোলে।

কথায় বলে সবার ওপর মানুষ সত্য তার ওপরে কিছু নাই।
হাল আমলে হয়েছে সবার ওপরে টাকা সত্য মানবতা নৈতিকতা আর অবশিষ্ট নাই।
মানবতা মনুষ্যত্ব মায়া মমতা স্নেহ শ্রদ্ধা ভালবাসা গেছে নির্বাসনে।
মানবতা আছে শুধু নাটক সিনেমা গল্প কবিতা  আর মানুষের বচনে।
নিশ্বাসের নেই বিশ্বাস সবাইকে এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে নিতে হবে বিদায়।
মানুষ আর মানবতা হত্যাকারীদের ধন সম্পদ
কি সঙ্গে থাকবে যখন যাবে চিরনিদ্রায়।

হে মানব জাতি এখনো সময় আছে অন্তরে জাগ্রত করো মনুষ্যত্ব ও ধর্মীয় মূল্যবোধ।
অন্তরের পশুকে জবাই আর মানুষের সেবায় নিয়োজিত করে সমুজ্জ্বল করো মানবিক মূল্যবোধ।
রক্তের দামে কেনা মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
এখানে থাকবে প্রেম প্রীতি ভালবাসা থাকবে না কোনো হানাহানি জুলুমবাজী হিংসা বিদ্ধেষ।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ