তখন প্রেমিক প্রেমিকার যৌবনকাল।
দেশে শুরু হল করোনাকাল।
বসন্ত এলো আর গেলো।
দিন রাত মাস বছর যুগ কেটে গেলো।
দেহের বয়স বাড়ে তো মনের বয়স বাড়ে না।
আবেগ অনুভূতি মায়া মমতার তো ক্ষয় হয় না।
অবশেষে নির্মূল হয় বিদায় ঘণ্টা বাজে মহামারী করোনার।
মুক্ত সজীব সুন্দর প্রাণবন্ত পৃথিবীতে ফিরে আসে নব প্রাণসঞ্চার।
দুই প্রেমিক প্রেমিকার মিলনের আনন্দে সবাই হয়ে উঠে  উৎসবমুখর।
পৃথিবীতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য আনন্দধারা।
সবার মন ফিরে পেয়েছে রংয়ের ফল্গুধারা।
ফুল ফোটে প্রজাপতি ভ্রমর উড়ে প্রকৃতি ফিরে পেয়েছে যেন তার রূপ যৌবন।
জীব জন্তুরা বনে বাদাড়ে আপন খেলায় মত্ত পাখি ধরেছে মনের সুখে গান।
পুকুর নদী সাগরের মাছ ঝাকে ঝাকে দিকবিদিক ছুটোছুটি করে তুলেছে তুফান।
পৃথীবি জুড়ে আনন্দ উচ্ছ্বাস আলোড়ন শিহরণে উল্লসিত সবাই।
সুস্থ পৃথিবী সুস্থ মানবতার সুস্থ মানুষের জয় গান গাইছে সবাই।
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের ঘটে পরাজয়।
পৃথিবীতে মানবতা প্রেম প্রীতি ভালবাসা আবেগের ঘটে জয়।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ