
সকাল বেলার সূর্যটাকে মিষ্টি মধুর লাগে
রাতের আঁধার কাটিয়ে দিয়ে আশার আলো জাগে
অগ্নি পিণ্ডে নিজেই জ্বলে উষ্ণতা দেয় আগে
আরাম প্রিয় শরীরটাকে জাগায় অনুরাগে।
বিশ্বটাকে আপন ভাবে সূর্য পাশে বলে
আলোর ভুবন ভরিয়ে তোলে সূর্য আছে বলে।
কালো মেঘ বিষিয়ে তোলে সময় সুযোগ পেলে
সেই আঁধারটা ও কেটে যায় সূর্য তুমি এলে।
দ্বিপ্রহরে সূর্য তুমি মাথার উপর আসো
রোদ বৃষ্টির ঝর্ণা ধারায় ভাসিয়ে দিয়ে বসো।
দৃষ্টি নন্দন পৃথিবীটাকে উজাড় করে ভাসে
তোমার মতন আর কেউ নেই রূপ লাবণ্যে হাসে।
সুখ স্বপ্নে বিভোর হয়ে তোমার কাছে আসে
সব কিছু তাই বিলিয়ে দেয় নিত্য অবশেষে।
তোমার বুকে উষ্ণতাকে আপন করে নেয়
সুখ সাগরে ভাসিয়ে গিয়ে স্বপ্ন জ্বালে ভাসে।
বিকেল বেলা সূর্য তুমি যখন হেলিয়ে পড়ো
সৌর্য্য বীর্য প্রতাপ তোমার ক্ষয়িষ্ণুতে হারো।
আঁধার যখন ঘনিয়ে আসে সূর্য ডুবার আগে
সবকিছু তুমি হারিয়ে বসো দ্বিচারিণী রাগে।
স্নিগ্ধ শীতল মিষ্টি আলোয় নতুন শরীর জাগে
মন পবনে নতুন আশায় রূপ পাল্টায় আগে।
সন্ধ্যা হলে চাঁদ মামা মুচকি হেসে উঠে
আলো আঁধারের নতুন খেলায় তিনি মেতে উঠে।
বিবস্ত্র বসনা দ্বিচারিণী চন্দ্র স্নানে ভাসে
নতুন স্বাধে নিবিড় খেলায় তৃপ্তির হাসি হাসে।
রাত গভীরে চাঁদের আলো মেঘ আড়ালে ডুবে
তুষার পাতে দ্বিচারিণী হিম সাগরে ভাসে।
ছবি নেট থেকে।
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ছবি কিন্তু ফাইন হৈছে ভাই,
দ্বিচারিণীর দ্বিচারণে ভাসতে ইচ্ছে করে
আধার রাতে মুখ লুকিয়ে চাঁদ যখন হাসে।
সুপায়ন বড়ুয়া
ছবি নিলাম কষ্ট করে
কবিতাটা যাতে পড়ে।
দ্বিচারনে ভাসতে চায়
মহারাজ কোন খেয়ালে ?
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
তোমার মতন আর কেউ নেই রূপ লাবণ্যে হাসো। এখানে ‘হাসে’ দিলে মনে হয় ঠিক হতো। অনেক সুন্দর কবিতা দাদা। দ্বিচারিণীরা এমন করেই আঁধারে উল্লসিত হয়। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দিদি। ঠিক করে নিলাম।
ভাল থাকবেন। শুভ কামনা।
ফয়জুল মহী
অসাধারন ভাবনার কাব্যিক প্রকাশ,চমৎকার –
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
ভাল থাকবেন। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
বহুগামী দ্বিচারিণী কেউই সমাজের জন্য মঙ্গলজনক নয়।
এরা সর্বদা প্রফুল্লচিত্তে অন্যকে ফাঁকি দেয়। এ অপরাধ গুলোর হাত ধরে আরও জঘন্য অপরাধ সংগঠিত হয়।
সময়োপযোগী কবিতা লিখেছেন দাদা।
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
এরা নিজেকে ফাঁকি দেয়
ও সমাজের সর্বনাশ ডেকে আনে।
ভাল থাকবেন। শুভ কামনা।
শামীম চৌধুরী
লেখাটি বেশী ফুঁটিয়ে তুলেছেন ফিচার ছবিতে। কবিতার নামেরও স্বার্থকতা পেল। দারুন কবিতা দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাল লাগার জন্য।
লিখতে চেয়েছিলাম মিন্নিকে কৃতি নিয়ে।
লিখলাম সার্বজনীন ভাবে।
যারা সমাজকে অস্থির করে তোলে।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
চমৎকার বিষয় নিয়ে লিখেছেন দাদা। ধন্যবাদ আপনাকে।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ কবি ভাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
রেহানা বীথি
দ্বিচারিতা তো ভালো জিনিস নয় দাদা! মন একজায়গায় বসাতে হবে। 😃
যাইহোক, কবিতা সুন্দর হয়েছে।
সুপায়ন বড়ুয়া
মনতো এক জায়গায় থাকে।
দ্বিচারিতা আর বহুগামিতা সমাজে অস্থিরতা সৃষ্টি করে।
খুন খারাবীর জন্ম দেয়।
মিন্নিকে নিয়ে লিখতে চেয়েছি লিখলাম সার্বজনীন ভাবে।
আজ নয়ন শরীফ গ্যাছে। মিন্নি ও রেহাই পেল না।
আরও কত পরিবার ধ্বংস হয়ে গেল।
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
দ্বিচারিণী মনের প্রেম প্রত্যেকের সর্বনাশের কারন। সাময়িক আনন্দে সারাজীবনের কান্না বয়ে নিয়ে আসে।
ছবিটা বেশ মানানসই হয়েছে দাদা। শুভকামনা জানবেন।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
মিন্নিকে নিয়ে লিখতে গিয়ে সার্বজনীন লিখলাম।
আজ মনোবৈকল্যের এই রোগটার জন্য
কতটা পরিবার ধ্বংস হয়ে গেল ?
ভাল থাকবেন। শুভ কামনা।
আরজু মুক্তা
সবার মানসিকতা উর্বর হোক। সবাই সামাজিক হোক। অন্যের ভালো মন্দ বুঝতে শিখুক। আগামী আরও সুন্দর হোক।
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
মানষিকতা উর্বর হওয়ার বিকল্প নাই।
দ্বিচারিনী আর বহুগামীতা একটি সামাজিকতা
একটা সামাজিক ব্যাধি। এটা থেকে মুক্তির বিকল্প নাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
রোকসানা খন্দকার রুকু
বিবস্ত্র বসনা দ্বিচারিণী চন্দ্র স্নানে ভাসে
নতুন স্বাধে নিবিড় খেলায় তৃপ্তির হাসি হাসে।
রাত গভীরে চাঁদের আলো মেঘ আড়ালে ডুবে
তুষার পাতে দ্বিচারিণী হিম সাগরে ভাসে।****
অন্যায় সবসময় মধুময় হয় অন্যায়কারীর কাছে।
অনেক ধন্যবাদ এমন একটি লেখা দেবার জন্য।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
সহমত ও ধন্যবাদ আপু
মিন্নিকে নিয়ে লিখতে গিয়ে সার্বজনীন লিখলাম।
আজ মনোবৈকল্যের এই রোগটার জন্য
কতটা পরিবার ধ্বংস হয়ে গেল ?
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ছবিটা জোশ!
ছবিতেই কবিতার অর্ধেক পূর্ণতা
বাকী অর্ধেক কবিতার কথায়
চমৎকার হয়েছে দ্বিচারিণীর চারিত্রিক বিশ্লেষণ
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু। লিখেছিলাম আগে
মিন্নি চরিত্র ঢাকা পড়ে যায়
আজ ধর্ষকের উন্মক্ততায়।
ভাল থাকবেন। শুভ কামনা।