
সেদিন রাতে ফেসবুক দেখছিলাম-
হঠাৎ মমি ও মজিবর দার একটা পোস্ট দেখতে পাই।
খুব সুন্দর ছবিতে সোনেলা ব্লগ।
তাদের সাথে দুই একটা কথা আদান প্রদান করি;
তারপর ওয়েবতে আসি এবং সোনেলা ব্লগ ওপেন করে
এড হয়ে যাই।
অনেক পরিচিত মুখ দেখতে পাই!
বেশ ভালই লাগতেছে একে পর এক কবিতা পোস্ট করেই যাচ্ছি।
সবাই মন্তব্য করছে, স্বাগত জানাছে,
এর মধ্যে অনেকই প্রিয় হয়েছেন যেমন সুপার্ণা দিদি, ইঞ্জা দা,
তৌহিদ দা, শামীম দা, লিপি আপু, মুক্তা আপু আর অনেক কে,
বার বার প্রিয় ইঞ্জা দা আমাকে গল্প লেখার কথা বলছেন
এবং কবিতা আরও বড় করে লেখতে বলছেন।
মোটামোটি যেতোগুলো ব্লগিং করেছি তার মধ্যে
সোনেলা ব্লগ পাতা আমার কাজে অন্যরকম মনে হয়েছে।
বেশ নিয়মতান্ত্রিক এবং আন্তরিকতাপূর্ণ, সৃজনশীল
এখনও সবার সাথে দেখা হয়নি হয়তো ভবিষ্যতে দেখা হবে আশা রাখি ।
আমি মূলত কবিতা লেখতে বেশী পছন্দ করি, কবিতাই লেখবো!
অনেক হয়তো আমার লেখা বা কবিতা বুঝতে পারেন না
আমি একটু ভাব গাম্ভীর্য বা বাউল টাইপের কবিতা লেখার চেষ্টা করি
কিছু আঞ্চলিক শব্দ ব্যবহার করে থাকি।
আমার অনুভূতিতে সোনেলা ব্লগের দুখে সুখে-
পাশে থাকতে চাই; সবসময় যেকোন উদ্যেগের সাফল্য কামনা করি।
২২ ভাদ্র ১৪২৬, ০৬ সেপ্টেম্বর ২০
————————————–
২৯টি মন্তব্য
শামীম চৌধুরী
সেদিন সোনেলায় যোগ দিয়েছিলেন বলেই আজ আরনার সুন্দর সুন্দর কবিতা পড়ার সুযোগ পাচ্ছি। আমার দেখা আপনি সহ সোনেলার সবাই জাত কবি।
অল্প কথায় আপনার প্রকাশিত অনুভূতিটা জানতে পেরে আপ্লুত হলাম।
শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জ্বি শামীম দা আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল
সুপায়ন বড়ুয়া
কবিতায় লেখা কবিতার ভাষা
কবির মনে নিত্য আশা
এগিয়ে চলুন নিরন্তর ভালবাসা।
আলমগীর সরকার লিটন
জ্বি সুপায়ন দা আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল
তৌহিদ
সোনেলার জন্মোৎসবে আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভাই।
শুভকামনা সবসময়।
আলমগীর সরকার লিটন
জ্বি তৌহিদ দা আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল
আরজু মুক্তা
এভাবেই পাশে থাকবেন সুখে দুখে।
শুভকামনা ভাই
আলমগীর সরকার লিটন
জ্বি মুক্তা দা আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল
সাবিনা ইয়াসমিন
লেখা আসে লেখকের ভেতর থেকে। কেউ কবিতা লিখে আনন্দ পায়, কেউ অন্য কিছু। লেখক পাঠক একই প্লাটফর্মে থাকলে পাঠক চায় তার পছন্দের লেখকের লেখায় ভিন্নতা দেখতে। নিত্ত নূতন আঙ্গিকের লেখা পড়ে পাঠক তৃপ্ত হয়। ইঞ্জা ভাইজানও আপনার কাছ থেকে তেমন কিছুই আশা করেছেন। তবে আপনি যদি কবিতায় স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে তাই লিখবেন। লিখুন আপনার যা ইচ্ছে তাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
জ্বি সাবিনা দা আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল——–
বন্যা লিপি
আপনার প্রিয় তালিকায় ‘লিপি আপু’ দেখে আমি আনন্দিত লিটন ভাই। সাধারনত আমার ডাকনাম নিয়ে আমাকে অনলাইন জগতে বিষেশ করে ব্লগে কেউ সম্বোধন করেনা। একমাত্র আপনাকে দেখছি প্রথম থেকেই আপনি ‘ লিপি আপু’ বলে সম্বোধন করে আসছেন।
আপনাকে ধন্যবাদ অসংখ্য।
আপনার স্বাচ্ছন্দ্য মতো আপনি লিখুন যেমন আপনার ইচ্ছে। সোনেলার সাথেই থাকুন সুখে দুঃখে। শুভ কামনা সবসময়।
আলমগীর সরকার লিটন
জ্বি লিপি আপু আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল লিপি নামের আমার বড় আপা আছে আপনার পরমর্শ সবসময় মনে রাখব
জিসান শা ইকরাম
আপনাকে সোনেলায় দেখে আমারো ভালো লেগেছে।
নিয়মিত লিখে সোনেলার একজন হয়ে উঠেছেন দ্রুতই।
সোনেলায় লেখায় উৎসাহ যতটা পাবেন, অন্য কোনো ব্লগে তা কতটা পাবেন আমি জানিনা।
কবিতায় আপনি স্বাচ্ছন্দ বোধ করলে কবিতাই লেখুন,
কেউ না বুঝলে মন্তব্যে যদি তা প্রকাশ করে তাঁকে বুঝিয়ে দিলেই হবে।
সোনেলায় আপনার বিচরণ আনন্দময় হোক এই কামনা করছি।
শুভ কামনা, শুভ ব্লগিং।
আলমগীর সরকার লিটন
জ্বি জিসান দা আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল——–
ইঞ্জা
ভাই আপনার সাথে একটু দ্বিমত করি, আপনার কবিতার চাইতে অন্য ধরণের লেখা যেমন একান্ত অনুভূতি, সমসাময়িক, অনুগল্প সহ অন্য বিষয়ে আপনি ভালো করতে পারবেন, এতে আপনার পাঠকও বৃদ্ধি পাবে।
আলমগীর সরকার লিটন
জ্বি ইঞ্জা দা আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল——–আপনার পরামর্শ আমি পালন করতে চেষ্টা করব
ইঞ্জা
ইনশা আল্লাহ বলুন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি ইঞ্জা দা
ইনশা আল্লাহ———-
ইঞ্জা
আলহামদুলিল্লাহ আপনি যখন অন্যান্য বিষয়ে লিখবেন, তখন আমি ছাড়াও প্রচুর পাঠক পাবেন তা নিশ্চিত থাকুন।
খাদিজাতুল কুবরা
লিটনদা সোনেলার প্রতি আপনার ভালোবাসা চিরস্থায়ী হোক। খুব ভালো থাকুন সবসময়। আর সুন্দর সুন্দর লেখা পড়ার সুযোগ করে দিন।
পড়ে সমৃদ্ধ হই।
আলমগীর সরকার লিটন
জ্বি কুবরা আপু আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল——–
কামাল উদ্দিন
সবাই তো আর কবি হতে পারেনা, আবার সবাই কবিতা ঠিকঠাক বুঝতেও পারেনা আমার মতো, তবু ব্লগার হিসাবে সোনেলায় আম রা কতোইনা আপনজন। শুভ কামনা জানবেন সব সময় লিটন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি কামাল দা আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল——–
প্রদীপ চক্রবর্তী
সোনেলার জন্মমাসে আপনার একান্ত অনুভূতির বহিঃপ্রকাশ অসাধারণভাবে ফুটে তুলেছেন, দাদা।
শুভকামনা,শুভ ব্লগিং।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রদীপ দা আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল——–
রোকসানা খন্দকার রুকু
সোনেলার জন্মমাসে আপনার অনুভূতি ভালো লাগলো।
অনেক অনেক কবিতা লিখতে থাকুন।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি রুকু আপু আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল——–
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার লিখেছেন কবি। আপনার চলার পথ আরো সুগম হোক। সোনেলাকে নিয়ে দারুণ অনুভূতি দিলেন। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি সুপর্ণা দিদি আপনাকেউ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল——–