শুধুই আমার

আলমগীর সরকার লিটন ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১২:১৬:২০অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
তোমার পৃথিবীর সৌরজগতটা কে ধরতে চাই
কিন্তু আমার বায়ুমণ্ডল ঘুরে- ঘুরে তোমার
সীমানায় এসে দাঁড়াই ! অথচ তুমি দেখো না
নিজকে মনে করো সূর্য রাঙা চাঁদমুখি চাঁদ!
জানো তোমার আমার পৃথিবী শূন্যতেই ভাসমান
অমাবস্যা কিংবা রাতের আঁধারে প্রেম-
অন্য কোন গ্রহ কে চিনি না- জানি না
তোমার সৌরজগৎ মানে শুধুই আমার।
০৭ আশ্বিন ১৪২৯, ২২ সেপ্টেম্বর২২ 
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ