ভাষা জানা নাই

আলমগীর সরকার লিটন ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ১০:৩৫:৪৯পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

কি সমস্যাই পরেছি
কাকে জানাবো- ভাষা জানা নাই!
ঝরা পাতার শব্দ আওয়াজ বয়ে যাচ্ছে;
সকাল বিকাল মধ্যদুপুর।
ঐখানে এলার্জি বাসর রাত-
সোনার পালঙ্কে ফুলসজ্জা ঘুম!
জরায়ু প্রসব বেদনা জানা সত্ত্বেও;
খোলা জানালায় বিবেক নাই
কি সমস্যাই পরেছি
কাকে জানাবো- ভাষা জানা নাই।
সাদা মেঘে ভেসে যাচ্ছি অথচ
চিনা বুঝার মাটি ভাষার গন্ধ নাই
রক্তক্ষরণ বুক পাঁজরে- কি সমস্যা
কাকে জানাই- ভাষা জানা নাই।

০৬ আশ্বিন ১৪২৯, ২১ সেপ্টেম্বর ’২২

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ