সেদিন রাতে ফেসবুক দেখছিলাম-

হঠাৎ মমি ও মজিবর দার একটা পোস্ট দেখতে পাই।

খুব সুন্দর ছবিতে সোনেলা ব্লগ।

তাদের সাথে দুই একটা কথা আদান প্রদান করি;

তারপর ওয়েবতে আসি এবং সোনেলা ব্লগ ওপেন করে

এড হয়ে যাই।

 

অনেক পরিচিত মুখ দেখতে পাই!

বেশ ভালই লাগতেছে একে পর এক কবিতা পোস্ট করেই যাচ্ছি।

সবাই মন্তব্য করছে, স্বাগত জানাছে,

এর মধ্যে অনেকই প্রিয় হয়েছেন যেমন সুপার্ণা দিদি, ইঞ্জা দা,

তৌহিদ দা, শামীম দা, লিপি আপু, মুক্তা আপু আর অনেক কে,

বার বার  প্রিয় ইঞ্জা দা আমাকে গল্প লেখার কথা বলছেন

এবং কবিতা আরও বড় করে লেখতে বলছেন।

 

মোটামোটি যেতোগুলো ব্লগিং করেছি তার মধ্যে

সোনেলা ব্লগ পাতা আমার কাজে অন্যরকম মনে হয়েছে।

বেশ নিয়মতান্ত্রিক এবং আন্তরিকতাপূর্ণ, সৃজনশীল

এখনও সবার সাথে দেখা হয়নি হয়তো ভবিষ্যতে দেখা হবে আশা রাখি ।

 

আমি মূলত কবিতা লেখতে বেশী পছন্দ করি, কবিতাই লেখবো!

অনেক হয়তো আমার লেখা বা কবিতা বুঝতে পারেন না

আমি একটু ভাব গাম্ভীর্য বা বাউল টাইপের কবিতা লেখার চেষ্টা করি

কিছু আঞ্চলিক শব্দ ব্যবহার করে থাকি।

 

আমার অনুভূতিতে সোনেলা ব্লগের‍ দুখে সুখে-

পাশে থাকতে চাই; সবসময় যেকোন উদ্যেগের সাফল্য কামনা করি।

২২ ভাদ্র ১৪২৬, ০৬ সেপ্টেম্বর ২০

--------------------------------------

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ