"কৃতজ্ঞতা প্রকাশ" গতকাল সকালে আমার ফোনে অচেনা একটা নাম্বারে কল আসে, রিসিভ করলে আব্বুকে চায়। আমি অবাক হয়ে প্রশ্ন করি আব্বুর নাম্বারে কল দেন, আমাকে কেন? লোকটা ভদ্রভাবে জবাব দেয় ম্যাডাম আপনি মনে হয় এক সময় স্কুলে শিক্ষকতা করতেন,এখন ছেড়ে দিয়েছেন। জ্বী। জ্বী, আপনার আব্বুকে অনেক বছর ধরে খোঁজছিলাম পরে আপনার পরিচিত একজন আপনার নাম্বারটা [ বিস্তারিত ]