সময় যেন লাগামহীন ঘোড়া

হালিমা আক্তার ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ১২:৩৫:৫৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

কী লিখব। কীভাবে লিখব।

কিছু একটা যে না লিখলেই নয়।

আচ্ছা ঘড়ির কাঁটার গতি কি বেড়ে গেছে।

নাহ, দিনের আয়ু কমে গেছে।

দেখতে দেখতে এক এক করে গড়িয়ে গেল একটি বছর। মাঝে মাঝে মনে হয়, সময় যেন এক লাগামহীন ঘোড়া। চাইলেই রাশ টেনে ধরা যায় না। একটি বছর আগে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন আরজু মুক্তা আপা। আদরের মেয়েকে একা রেখে চলে গেলেন।

সব কিছু নিয়ে আমাদের কত স্বপ্ন, কত ভাবনা থাকে। সমস্ত স্বপ্ন, ভাবনাকে পিছু ফেলে চলে যেতে হয় না ফেরার দেশে। জীবন বড় অদ্ভুত এক মায়া মরিচিকা।

আরজু আপার অনুপ্রেরণায় ব্লগে আসা। আরজু আপার উদ্যোগ ও প্রচেষ্টায় বের হয়েছিল আমাদের প্রথম যৌথ কাব্য গ্রন্থ "নির্ঝর শব্দের ঘেউ"। নিজের লেখা বইয়ের পাতায় ছাপা হবে। এ ছিল কল্পনাতীত। আরজু আপা স্বপ্ন কে জাগিয়ে তুলতেন। লেখার তাগিদ দিতেন।চলে যাওয়ার কিছু দিন আগে নতুন কাব্যগ্রন্থের জন্য কবিতার কথা বলেছিলেন। দ্বিতীয় বার বই বের করার আগেই চলে গেলেন। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এগিয়ে এলেন রোকসানা খন্দকার রুকু আপা। প্রকাশিত হলো "নির্ঝর শব্দের ঢেউ-২"। আপা চলে গেছেন। রেখে গেছেন স্মৃতি। তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মের মাঝে। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। ভালো থাকুন ওপারে। আল্লাহ আরজু আপাকে জান্নাত বাসী করুন।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ