কৃতজ্ঞতা পোস্ট। আমি ছোটবেলা থেকেই বইয়ের ভাঁজে লুকিয়ে, খাতার অর্ধেক পেইজে বানিয়ে বানিয়ে গল্প,কবিতা লিখতাম আবার ফুল, পাখির,গাছ,ঘর ছবি আঁকতাম। এমনও হয়েছে যে পরীক্ষায় খাতায় বানিয়ে প্রশ্নের উওর লিখতাম,পিচনের খালি পেইজ সুন্দর ছবি এঁকে রাখতাম নাম্বার ভালোই পেতাম কারন আমি রিডিং পড়ে উওর লিখতাম নোট ফলো করতাম না। একদিন স্কুলের স্যার আব্বুকে ডেকে পাঠালেন, সেদিন [ বিস্তারিত ]