অন্যের টাকা মেরে দিয়ে কেউ সফলতা পায় না। তারপরও কেন মানুষ মিথ্যার বেসাতি করে। নিজে সম্পদশালী হয়েও সামান্য টাকার লোভ সামলাতে পারে না। খুব করুণা হয় তাদের জন্য। এর পরিণাম যে কতটা ভয়াবহ বুঝতে চায় না। সাময়িক ইগো তাদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। যার টাকা আত্মসাৎ করেছে , তাঁর সাময়িক কষ্ট হলেও সে সফল। কারণ তথাকথিত ধনী এবং সম্পদশালী ব্যক্তির চেয়ে সে ধনী।

জীবন ক্ষণস্থায়ী। সেখানে ক্ষমতার বড়াই নিছক হাওয়াই মিঠাই। আজ যে ক্ষমতার জন্য জঘন্য আচরণ করা। কাল সৃষ্টিকর্তা তাকে টেনে হেঁচড়ে নামাবে না কে জানে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জীবনের প্রতিটি হিসেব , মহান আল্লাহ পাক কড়ায় গন্ডায় মিটিয়ে দিবে। সময় থাকতে সাধু সাবধান। অন্যের ঘাম ঝরানো টাকা আত্মসাৎ করলে, তাহার হিসাব পলে পলে দিতে হবে।

ভেবনা নিরব আছি বলে।

দিয়েছি ছেড়ে।

সময়ের অপেক্ষায় আছি বসে।

ছবি - নেট থেকে সংগৃহীত

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ