ভন্ড অশুভ রাজনীতি

মোঃ মজিবর রহমান ১১ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ০২:৫০:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

 

 

রাজনিতির এক মাতাল ফাঁদে

পরছে এ দেশটা

জ্বলে পুড়ে সব ছারখার

কোথায় যে শেষটা।

 

সবাই নাচে মিথ্যাচারে

মন ভরা দন্দ

আমরা সবাই গ্যাড়াকলে

পেট পুজা বন্ধ।

 

তারা তারাই মাসতুতো ভাই

সন্তান মরে মার

বুক ফাটায়ে কান্দে সে মা

বেদম হাহাকার।

 

দুদিন পরে পূত্র ভুলে

কান্দে সে মা ক্ষুধার সুরে

চোখের সে জল না শুকাতেই

আরেক মাও কাঁদছে দূরে

এ কেমন সমাচার?

 

দেশের তরে কেউ করেনা

রাজনিতি আজ ভাই

সবাই ব্যাক্তি আর দলের দালালী

সততা আর নাই

গাদ্দারীতে গদির পটে

সব শালা এক তাই।

 

এইদেব, ঐকরব, সর্বশেষে পকেট

অবশেষে জনতা পায়

মৃত্যু ফাঁসের লকেট।

 

রাজনিতিবিদ ওড়ায় গাড়ি

আমার ঘামতো ঝরে,

ওদের ঘরে কড়াইগোস্ত

আমার ছেলেই মরে।

 

নেতা মানেই গলাবাজি

প্রতিহিংসার মামলা

আমার ভাই ফুলের মত

তোমরা সবাই কামলা।

 

বেশ্যা তার দেহ বিলায়

মিটায় ক্ষুধার জ্বালা

রাজনিতির ঐ বেশ্যাগুলার

আভিজাত্যের মালা।

 

মানি লোকের মানই থাকে,

নেতার থাকে ধন

বাংলাদেশের প্রেক্ষাপটে

এটাই চিরন্তন।

 

আমি বলি কি পাও তুমি?

সন্মানে তো ছাই সম্পদে উন্নতি ঠিক

সন্তান বুকে নাই

এই সম্পদ তোমার বিপদ

এই সম্পদ মরণ

প্রয়োজনে কেউ পাশে নাই

কেউ করেনা স্মরণ।

 

মিথ্যার রাজনিতিটা

হোক তবে আজ পণ্ড

জনতা ঠিক হানবে আঘাত

নিপাত যাবে ভণ্ড।

 

হে প্রভু, হে স্রষ্টা

ভেংগে দাও, গুড়িয়ে দাও

কাল বৈশাখী ঝাপ্টা

অপরাধীর হাতটা

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ