সুদিনের প্রত্যাশায় !

সুপায়ন বড়ুয়া ২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ১২:৪৫:০৬অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

সাগর দেখেছো কখনো নীলাচল অস্তাচলে
যেখানে সূর্য বসে পটে
আলোর দিগন্ত রেখা ছুঁয়ে
সেখানে আমিও দেখেছি তোমায়
ভাবনার অগোচরে।

কোলাহল যায় থেমে প্রশান্ত সাগরের ঢেউয়ে
যেখানে আলোর স্ফুরন হয়
বর্ণিল ঝিকিমিকি তারায়
পাখিরা ফিরে নীড়ে
দিনান্তের অবসরে।

বিদায়ের চিহ্ন রেখে যায় বিষন্ন বদনে
আলোরা যায় চলে অন্ধকার নামে ধীরে
তবুও আমি খুঁজি তোমায়
আলো আঁধারের খেলায়
অস্ফুষ্ট চিৎকারে।

যায় দিন কেটে অযত্নে অবহেলায়
সূর্য যায় ডুবে নতুন দিনের আশায়
আমি ও থাকি প্রতীক্ষায়
সোনালী সূর্যের আভায়
তুমি এসো ফিরে প্রিয় বাংলায়
শান্তির নীড়ে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ