প্রতীক্ষার শেষ নীলাকাশ

ছাইরাছ হেলাল ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৩:১৩:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

 

সন্ধ্যা, সারা বিকেলের শেষে,
শ্রাবণ-বৃষ্টির পেরেক, ভাদ্রের পুড়ে যাওয়া রৌদ্রে
আলগোছে ছুঁয়ে থাকা একটি গাছ-সংযোগ,
স্বপ্ন নয়, নিগুঢ় বাস্তবতার সহজ সতেজ অনুভূতি
অনুভব হৃদয়ের পরতে পরতে;

দেবদারুটি শুধুই আকাশ ছুঁতে চায়,
বোধ-অবোধের গিজ গিজে ভিড় এড়িয়ে
শান্ত-কোমল পাতাদের আন্দোলনে,
দু’একটি মেঘ বৃষ্টির ভয় মেলে উঁকিঝুঁকি দিয়ে
হাসির খোরাক যোগায়, স্বল্পায়ু মেঘ নারী সুখের গল্প বলে,
হাওয়ার নাচন পই পই করে সাবধানের বাণী শোনায়।

গাছ ভাবে,
এসব আমার সাজে না,
আঁচল মেলে পৃথিবীর দিকে তাকিয়ে থাকা
ঐ নীলাকাশটাই শুধু চাই।

আমার টু-শব্দ না-করা হৃদয় অনুভব করে……
দাসানুদাস কেউ দেবদারুটির ডানা গুলো ছেঁটে ফেলেছে
ধার-তলোয়ারের কোপে, তীর্থে পৌঁছুবার আগেই,
তুলো-মেঘের ছায়াগুলো অনড়, ডানা মেলা দেবদারু চাই-ই;

হৃদয়কে বলি
প্রতীক্ষা শেষে নীলাকাশ ! সে তুমি ছোঁবেই।

ছবি নেট থেকে।

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ