সেই কবে সিঁধ কেটে মনের মাটির ভিত ভেদ করে প্রবেশ করেছিলাম তোমার সাজানো গৃহে,
সমস্ত গৃহে তোমার যত্নের ছাপ স্পস্ট। পাতা ভাজ করা বই, ডায়েরী, তোমার লেখালেখির নোট খাতা, সোনালী সুদৃশ্য কলম, ফুলদানীতে সুগন্ধি প্রস্ফুটিত গোলাপ।
আলো আধারে তোমার উজ্জল মুখ,
গালের উপরে এলোমেলো হয়ে থাকা একগুচ্ছ চুল,
আরো আরো অমূল্য কতকিছু।

কি চুরি করা যায় ভাবছি আর ভাবছি,
হঠাৎই পেয়ে গেলাম সেই আটকানো লুকানো ভান্ডার, যেখানে তুমি ভালোবাসাকে লুকিয়ে রেখেছিলে। অমূল্য রত্ন ভান্ডারের মত ভালোবাসাকেই চুরি করে নিয়ে এসেছিলাম তোমার থেকে।

চুরি করে আনা ভালোবাসাকে লুকিয়ে রাখি,
প্রকাশ্যে আনিনা কারো নজর লাগবে বলে।
একসময়ে তুমিও এলে আমার ভালোবাসা নিয়ে যেতে,
সিঁধ কেটে নয়, দিনের আলোতেই।
অবলিলায় দিয়ে দিলাম কোনো শর্ত ছাড়াই।

এরপর পরম যত্ন নিয়ে দুজনেই ভালোবাসা লুকিয়ে রাখি,

প্রহরীরা জেগে থাকে
জেগে থাক,

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ