আষাঢ়ী প্রকৃতি

সুপর্ণা ফাল্গুনী ১ জুন ২০২০, সোমবার, ০৫:০০:০৪অপরাহ্ন কবিতা ৪০ মন্তব্য

প্রকৃতি সেজেছে লাল,হলুদ, বাসন্তী ভালোবাসায়;
মেঘের উড়ুপে ভাসছে বিষুবরেখা-
ছিন্ন করে নিয়ম-নীতির দর্পচূর্ণ ।
চন্দ্রার পাঁজর ভেঙ্গে আলোকজল ধেয়ে আসছে মর্ত্যে;
আষাঢ়ীয় বর্ষণে হাওর-বাওড় কানায় কানায় পূর্ণ।

কামিনী-মালতীর তারার ফুলে যামিনী আবক্ষে সুবাসিত শয্যা,
বর্ষণধারায় রাগ-রাগিনীর সুরে বিমূর্ত মানচিত্র;
পাহাড়ী ঢলে ছুটছে জলতরঙ্গিনী এঁকেবেঁকে।
মলয় সমীরে সুখের আগমনী বার্তা ভেসে আসছে;
কখনো কালো মেঘ,কখনো উজ্জ্বল রোদ;
যক্ষের ধনের মতো বুকে আগলে আকাশটা ঝুলছে।

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ