হাতে সব্জির ব্যাগ নিয়ে চালের দোকানের সামনে এসে দাঁড়ালেন মিজান সাহেব। সব্জির যে দাম! ছোট্ট এই ব্যাগ ভরতি হতেই তিনশ টাকা চলে গেলো। ভাবা যায়! এখন কিনতে হবে চাল। এক বস্তা মোটা চাল কিনতেও লাগবে হাজার দুয়েক এর মতো। চাল কেনার মতো যথেষ্ট টাকা আছে কিনা নিশ্চিত হবার জন্য মানি ব্যাগ বের করে টাকাগুলো গুনে [ বিস্তারিত ]