ফিরে এলো আবার বসন্ত প্রথম দেখা বাসন্তি রাঙা মুখ প্রথম ছোঁয়া, ভালবাসার উষ্ণ বুক । চিরতারণ্যের স্বপ্নময় শাখে পলাশ, শিমুল আর প্রকৃতি হাসে মনের অগোচরে শিষ দিয়ে যায় দোয়েল অম্ল মুকুলে নিবিড় ঘ্রাণ সর্ষে ফুলে মৌ পোকার গুঞ্জন দামাল হাওয়ায় হারিয়ে যায় চির চিনা একটি মন । ইচ্ছে গুলো ডালা মেলে আবারো মুখ [ বিস্তারিত ]