প্রতিক্ষায় আছে নবীণা

কামরুল ইসলাম ২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ১২:৪৬:৫৩অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

প্রতিক্ষায় আছে নবীণা, আসন্ন ফাগুনের সুবাস মেখে ~
চুলের বেনী খুলে, বুকে হাজারো স্বপ্ন এঁকে ~
গোধূলীর আবীরে, ভালবাসার গভীরে, একান্তীয় বাসনায় ~
বরণ ঢালা সাজায়, হরেক ফুলের মালায়, চিন্তায় চেতনায় ~
এক ঝাঁক পাখীর কলতানে, সুর বাঁধে সংগোপনে, আপন মনে ~
নীলিমায় রাখে দৃষ্টি, আলপনায় অনাসৃষ্টি, অনাগত ভুবনে ~
প্রজাপতি মনে, উড়ে বেড়ায় কাননে, এ রাশ স্বপ্ন মুখর ~
বিনা সুতায় গাঁথে মালা, পরম উতালা, প্রতিক্ষার প্রহর ~
কত কথা জাগে, কত অনুরাগে, বসন্ত বাতাসে ~
মনের আঙিনায় ফুটে ফুল, সুবাসে ব্যকুল, চরম বিশ্বাসে ~
দিন কাটে, রাতের পাটে, ভোরের স্বপ্নে বিভোর ~
ঝরা শিউলীর গন্ধে, রন্ধে রন্ধে অপেক্ষার থাকে মোর ~
হাতে মেহেদির আলপনা, ঠাগর চোখে কল্পনা, প্রকৃতি আসে নেমে ~
প্রতিক্ষায় কাটে নবীণার, প্রথম দেখার প্রথম প্রেমে ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২১/০১/২০২০
ঢাকা

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ