মিলে, অমিলে

কামরুল ইসলাম ২৪ আগস্ট ২০২২, বুধবার, ১১:৫৭:০০পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য

 

বিশ্ব জুড়ে হাওয়া বইছে

নিয়মিত পৃথকিকরণ

শুকনো পাতা ঝরে পড়ে

নতুন পাতায় প্রকৃতি বরণ ।

 

এ হাওয়া জড়িয়ে গা বাসালাম

আমিও আজ  বেশ

নিজের কাছে নিজেই হলাম

প্রায় নিরুদ্দেশ  ।

 

খুঁজে না কেউ,  বুঝে না কেউ

ঝরা পাতার কান্না

এই আছি,  এই নেই  জীবনের

খতিয়ান টা টান না  ।

 

মিলে,  অমিলে ভুলে ভরা

হিসাবের জের

অভিপ্রায় থেকে যায়,শুধরাবার

আসি যদি ফের  ।।

 

রচনা কাল ঃ ২৪/০৮/২০২২

ঢাকা

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ