অনুজীব

কামরুল ইসলাম ১ জুন ২০২০, সোমবার, ১২:২০:২৬অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

জীবের সাথে যুদ্ধ করে ~

থমকে গেছে বিশ্ব ~

জেনে গেছে মানব জাতি ~

সম্পর্কটা নিঃস্ব  ।

পৃথক দেহ,  পৃথক মন ~

জীবন যাত্রায় দূরত্ব ~

সব ক্ষমতা লুটিয়ে গেলো ~

নেই কারো বীরত্ব  ।

জগত জুড়ে কোন ঠাঁসা ~

মানব জাতি সংশয়ে ~

নিরব যুদ্ধ অনুজীবের ~

ছড়িয়ে যাচ্ছে নির্ভয়ে  ।

আকার,  ই কার,  প্রতিকারে ~

জ্ঞান,  বিজ্ঞান ব্যস্ত ~

কবে শুনবো করোনার ছোবল ~

বিশ্ব জুড়ে শেষ তো  ।

প্রহর কাটাই,  দিন গুনি ~

অনুজীব থেকে মুক্তির ~

সম্পর্কটা গড়বো আবার ~

নতুন করে চুক্তির  ।।

~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ০১/০৬/২০২০

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ