অন্তর্ধানেই যুদ্ধ

এস.জেড বাবু ৪ এপ্রিল ২০২০, শনিবার, ০৪:২৬:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য

অন্তঃসত্ত্বা কাঠবেড়ালীর বুকফাটা আর্তনাদে
ঘুম ভাঙ্গে রাত্রির।
শুকনো পাতায় টুপটুপ শব্দে
ছিটকে পড়ে দু-ফোঁটা প্রসবের জল।

নব রক্তের গন্ধে
নেশাক্ত ফণা তুলে চকচকে শঙ্খনীল।
অনাহুত কোলাহলে, ডালে লতায় ঝুলে
বিষণ্ন বাঁদরের অজানায় আত্ম-প্রস্থান।

হটাৎ থেমে যায় লাল পিঁপড়ের রেল,
যেন চেইন টেনে ধরেছে কেউ-
চারপাশে কাঁচা রক্তের গন্ধ।

ঝর্নার জলে বুকের পশম ডুবিয়ে,
সঙ্গীর তৃষ্ণার্ত ঠোঁট ভেজানোর জন্য
ফিরতি পথে কাঠবেড়াল।
পদধ্বনি শুনে আধবোজা তাঁরার আলোয়,
চকচক করে উঠে নেকড়ের সদ্য নিদ্রাভাঙ্গা চোখ।

ছুটছে সবাই আপন নেশায়,
নিদ্রা ভাঙ্গার উৎসের খোঁজে।

বাসা ছেড়ে মরা ডালে আকাশ পানে চেয়ে
শিহরিত দোদুল্যমান দু’দুটি হুতুম পেঁচা।
গগণজুড়ে নিভু নিভু ,
ডুবে যাওয়ার অপেক্ষায় হাজারো নিশাচর তাঁরার মেলা।

আলো বলছে মেঘ নেই,
বাতাস বলছে ঝড় হবে !
নতুন ছানাটা কাঁপছে ভিষণ,
সূর্যটা যেন উঠবে কবে ?

-০-

0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ