ভালুকার বন্ধুরে

সাবিনা ইয়াসমিন ২৪ জুন ২০২০, বুধবার, ১১:১০:১১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

★ এক

- চকলেট! এতগুলো!!
= চোখ বন্ধ করো,
- পায়েল! তাও একজোড়া!!
= আহা..চোখ খুলো না..
- আম! তোমাদের গাছের?
= হ্যা। আমাদের গাছের আম। পাকলে খুব মিষ্টি হয়। এই' কটা দেখতে বেশি সুন্দর ছিলো। ঢাকায় আসার সময় চুপিচুপি স্কুলের ব্যাগে ভরে লুকিয়ে এনেছি।

- যদি ধরা পড়তে?
= তাহলে আবার গাছে চড়তাম। জান গেলেও আম আমি আনতামই। 🙂 🙂

 

★ দুই

- একটা আইসক্রিমের দাম এতো! দেখিতো খেয়ে কি আছে এটাতে।
= তুমি যা পছন্দ করো এটা তাই, ম্যাংগো ফ্লেভার।
- কিন্তু একটা কেন? তোমারটা কই?
= আমার আর টাকা নেই, তুমি খেয়ে আমাকে একটু দিও,
- এইটুকুন থেকে তুমিও খেতে চাও ! আচ্ছা দিবোনে 🙄🙄

 

★ তিন

- আমিতো তোমার জন্যে কিছুই আনিনি..
= কি আনতে তুমি? আমি যা নিবো তা তোমার সাথেই আছে।
- কি?!
= আমি তোমার মাথার কয়েকটা চুল নিতে চাই। ওগুলো সারাক্ষণ আমার বুকপকেটে থাকবে।

- ঠিক আছে, ছিড়ে নাও।
= ছিড়ে নিলে ব্যাথা পাবে, ব্যাথা দিয়ে কিছু নিতে চাই না। 🙁 🙁

 

★ চার

- ভয় করছে।
একটু পর আমার রিপোর্ট দিবে।
= কোনো ভয় নেই। উপরের বিধাতার উপরে ভরসা রাখো। নীচে আমি আছি।

- আমার রিপোর্ট পজিটিভ এসেছে। তোমার?
= আমারও। হাসপাতালে ভর্তি হয়েছি।

- তুমি এতদূরের হাসপাতালে কেন ভর্তি হলে?
= তুমিও তো এই হাসপাতালে। আমি পাশে না থাকলে কে তোমায় সাহস দিবে 😍😍

 

★ পাঁচ

- আজ তাহলে আসি?
= এখুনি চলে যাবে?
- হু, দেরি হয়ে যাচ্ছে। বাসায় সবাই চিন্তা করবে।
= তোমার বাড়ি কি এই পথেই?
- না, বাসে গেলে এখান থেকে এক/দেড় ঘন্টার  পথ।

= চলো আমি একটু এগিয়ে দেই।
- কিন্তু তোমার বাড়িতো উল্টো পথে। তোমার ফিরতে দেরি হবে না?
= একটু দেরি হবে, কিন্তু স্মৃতিটা সোনা রঙে জড়িয়ে থাকবে আমৃত্যু।
- চলো ❤❤

*** আচ্ছা, আমি কি কখনো সোনেলায় লিখেছি, ভালুকায়  আমার একটা বন্ধু আছে? মনে হয় লিখিনি। আজকের লেখাটি তাকে উৎসর্গ করলাম ** মিস ইউ মাই ডিয়ার ভালুকা ফ্রেন্ড **

 

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ