অক্টোবর মাসের প্রথম পনের দিনে এখন পর্যন্ত সোনেলা ব্লগে একশত ষোলটি লেখা প্রকাশিত হয়েছে। লেখার মান নির্ণয়ে সেরা লেখা নির্ধারন করা খুব কঠিন একটি কাজ। আমরা চেষ্টা করছি প্রকাশিত পোষ্ট হতে সর্বোচচ  মানের লেখা নিয়ে ভবিষ্যতে আলোচনা করতে। এটি পাঠকদের মতামতের ভিত্তিতেও হতে পারে, অথবা সোনেলা ব্লগ টিমের বিবেচনায়ও হতে পারে।

আজ অক্টোবর মাসে প্রকাশিত পোষ্ট সমূহ থেকে সর্বাধিক আলোচিত ( পঠিত ) সাতটি পোষ্ট এখানে তুলে ধরা হলো। যে সমস্ত পোষ্ট ৩০০+ বার পঠিত হয়েছে, সে সমস্ত পোষ্ট সমূহ এই তালিকায় তুলে ধরা হচ্ছে। কারো যদি এমন পোষ্ট থাকে যা ৩০০+ বার পঠিত হয়েছে, কিন্তু ভুলক্রমে এখানে তালিকাভুক্ত করা হয়নি, মন্তব্যে জানানোর জন্য অনুরোধ করা হলো।

১। মনি কাশফিতা এর লেখা সুসময়ের বন্ধু   পোষ্ট পঠিত হয়েছে ৪১৮ বার, প্রাপ্ত মন্তব্য ৩৮ টি।

২। মনির হোসেন মমি এর নীলপরী’র সাথে আড্ডা-“সোনেলা ব্লগ”-পরিবার” পোষ্ট পঠিত হয়েছে ৪১৩ বার, প্রাপ্ত মন্তব্য ১১৪ টি।

৩। সাবিনা ইয়াসমিন এর অভিনন্দন ও শুভেচ্ছা স্বপ্ন চাষীকে ………… পোষ্ট পঠিত হয়েছে ৩৬৪ বার, প্রাপ্ত মন্তব্য ৭৩টি।

৪। তৌহিদ এর লেখা  আবরার ফাহাদ হত্যাকান্ড- একটি গণতান্ত্রিক দেশে মুক্তমত প্রকাশের অশনিসংকেত!  পোষ্ট পঠিত হয়েছে ৩৫৯ বার, প্রাপ্ত মন্তব্য ৫৪ টি।

৫। নীরা সাদিয়া এর আমি যখন নতুন ব্লগার ছিলাম  পোষ্ট টি পঠিত হয়েছে ৩৫১ বার, প্রাপ্ত মন্তব্য ৫২ টি

৬। সাবিনা ইয়াসমিন এর সখী তোমায় অভিনন্দন  পোষ্ট টি পঠিত হয়েছে ৩২৫ বার, প্রাপ্ত মন্তব্য ৬৭ টি।

৭। মুক্তা মৃণালিনী এর কৃষ্ণচূড়ার হাতছানি-১  পোষ্ট টি পঠিত হয়েছে ৩১৬ বার, প্রাপ্ত মন্তব্য ২৯ টি

পর্যালোচনা করলে দেখা যায় যে, প্রথম দুই সপ্তাহে প্রকাশিত জনপ্রিয় লেখার মধ্যে দুজন প্রায় নতুন ব্লগারের ( মনি কাশফিতা এবং মুক্তা মৃণালিনী ) পোষ্ট স্থান পেয়েছে।

আমরা চাই সুষ্ঠ ভাবে সেরা ও সর্বচ্চো পঠিত পোস্ট গুলোর তালিকা প্রকাশ করতে। নিজ লেখা বিনা কারনে একাধিক বার রিফ্রেশ না করার জন্যে ব্লগারদের অনুরোধ করা হচ্ছে। কেহ নিজের পোস্ট রিফ্রেস দিলে আমরা তা ধরতে পারি।  

 


সর্বাধিক পঠিত পোষ্ট সমূহের ব্লগারগনকে সোনেলা ব্লগ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ