কোনো এক পরন্ত বিকেলে পরিচয়, সেও বেশিক্ষণ নয়, বিদায়ের ক্ষণে বলেছিলো যদি চিঠি দেই আপত্তি নেইতো? লিখতে ভালোলাগার প্রমত্ততায় বলেছিলো- চাইনা কোনো জবাব; শুধু পত্রমিলতালির সুযোগটুকু চাই! কিছুদিন শেষে আচমকা ডাকপিয়ন এসে হাজির! একে একে চারখানা পত্র। নদী-পাহাড় সমুদ্রের সেকি বর্নণা! প্রতিটি চিঠি এক একটা গল্প :এক একটা জীবনের দৃশ্যত চিত্র। এত সুন্দর করে [ বিস্তারিত ]