বন্যা তোমাকে

শিরিন হক ৩ মে ২০২০, রবিবার, ১১:২৬:০২অপরাহ্ন চিঠি ২৯ মন্তব্য

মিতা বন্যা~

 

কেমন আছো আজকাল? জানি খুব একটা ভালো হয়তো নেই । সময়টাই যে
যাচ্ছেনা ভালো!

বলেছিলে কিছু যেন লিখি তোমায়, বেশ লম্বা করে।
কি লিখি বলোতো?

 

একটা কবিতা লিখতে বলেছো।

বহুবার চেষ্টা করেও একটা কবিতা দাঁড় করাতে পারিনি জানো।

কবিতা -গল্প, উপন্যাস চাইলেই  কি লেখা যায়?

কতগুলো শব্দ ঘুরপাক খাচ্ছে ,কুড়ে খাচ্ছে মগজ,

তবুও কবিতা যেনো হচ্ছেনা কিছুতেই।

স্থবির সময়কে অতিক্রম করছি।

মৃত্যুর মুখোমুখি যেনো বসে আছি।

চারদিকে সব থমকে গেছে, গৃহবন্দী জীবনে কবিতারাও যেনো নিস্তব্ধ!

করোনার কালচক্রে- ঘুর্ণায়মান পৃথিবীর তাবৎ  সুখ কেড়ে নিয়েছে।

অস্ত্রহীন যুদ্ধে নিরীহ মানুষ বাঁচার জন্য ঘরে থাকবে নাকি ক্ষুধার জন্য মড়বে?

নব্যযুগের বেহুলা হৃদয়ে চিতা জ্বালিয়ে বসে আছে চার দেয়ালের ঘরে।

তোমার মনে আছে মিতা! আমাদের দেখা হবার কথা ছিলো!

আর বুঝি দেখা হবে?

অসীম রহস্যের ওপাড়ে আমি নিজেকে দেখি প্রতিটি মূহুর্তে!

আমাদের শহর এখন মৃত্যুপুরী।

একটি ভাইরাসের কারনে নাকি অসাবধানতা আর নির্বুদ্ধিতার কারনে?

মানুষগুলো যেনো তামাশায় মত্ত, যে যার মতো।

দেখে খুব হাসি পায়।

তবুও বিনোদনের খোরাক পাচ্ছি নতুন নতুন এই যা।মানুষের ভেতরের অনুভবকে এখন খুঁজে পাইনা আর। হৃদয়ের ঐশ্বর্যের খবর পাইনি কারো। নদী যেমন তার নাব্যতা হারিয়ে শূন্য এখন! মানুষও তেমনিভাবে হয়েছে মনুসত্বহীণ।

 

সমাজ সংসারে নাকি তিন শ্রেণীর উন্মাদ বাসকরে...

ভাবোন্মাদ, দিব্যোন্মাদ এবং বিদ্যোন্মাদ।

করোনা পরিস্থিতীতে অনেককে দেখে উন্মাদ মনে হলেও, নিজেকে বর্তমানে উন্মাদ  উপলব্ধি করছি।দীর্ঘদিন গৃহবন্দী হয়ে কেমন

যেন, বুঝাতে পারবোনা।মানুষের জন্য কিছু করতে না পারার যন্ত্রনা যে কি তুমি জানো।

আমার মত মধ্যবিত্তের সে সাধ্যি কই?

 

প্রতিটি মূহুর্তে দম বন্ধ হয়ে আসে দুশ্চিন্তা আর ভয়! কোথায় যাচ্ছি বলতে পারো?

তোমার চাই একটি কবিতা ; আমার চাই একজন কবি!

যিনি সত্যিকারের কবি তার কন্ঠে থাকবে এমন বারুদ যা দিয়ে আমরা একটি সোনালী সকালের দেখা পাবো।

কবিতা লেখা হলোনা। এ  তোমাকে লেখা প্রথম চিঠি। হয়তো আর লেখা হবেনা কোনো চিঠি সফেদ কোনো কাগজে।

এ আমার শেষ চিঠি দূঃসহ সময়ে।......

যদি এই ক্রান্তিকাল কেটে যায় মহাধিরাজ মহান স্রষ্টার মহানুভবতার অপার কৃপায়!

আবার আমরা আশা নিয়ে, স্বপ্ন  নিয়ে লিখবো কোনো নতুন দিনের নতুন কোনো কাব্য।

আমাদের দেখা হবে নতুন কোনো ভোরের আলোয়।

এসো তবে আমরা প্রার্থনায় করি আগামীদিনের তপস্যা

 

ভালো থেকো মিতা বন্যা....

অনেক ভালো থেকো।

 

তোমার মিতা শিরীনঃ

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ