মা দিবস কেনো?

শিরিন হক ১২ মে ২০২০, মঙ্গলবার, ০৪:১৪:৩৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

কয়দিন মাকে নিয়া রেস্টুরেন্ট এ গিয়ে বলেছি, "মা কি খাবে বলো???"

চকোলেটের প্যাকেট হাতে নিয়ে কয়দিন বলেছি,  "এটা তোমার জন্য..."

কয়দিন মায়ের পাশে গিয়ে বসে বলেছি,

-মা তোমার সাথে গল্প করবো।

-চলো ঘুরে আসি

-চলো কিছু কেনাকাটা করি

-আজ তোমার প্রিয় ডিস রান্না করেছি, তুমি খাবে?

কতদিন বলেছি,

- মা তুমি ক্ষমা করো, জীবনে যত কষ্ট তোমাকে দিয়েছি তার জন্য।

-মা তোমার কষ্ট বুঝিনি কখনো...

-মা তোমার গা গরম, তুমি শুয়ে থাকো।

আমরা ফেইসবুকে একটা ছবি পোষ্ট করায় ব্যস্ত। কয়টা লাইক আর কমেন্ট আসে তার জন্য নাকি মাকে খুশি করবার জন্য?

 

মা দিবস?

 

তবে কেনো মা বৃদ্ধাশ্রমে?

তবে কেনো মা রাস্তায়?

তবে কেনো মা খেতে পায় না?

তবে কেনো একক পরিবার?

যে মা হতে পারেনি কেনো সে রোজ গুমরে কাঁদে?

 

মায়ের পায়ের নিচে জান্নাত। তাকে কোনো দিবস দিয়ে অধিক শ্রদ্ধার প্রয়োজন হয় না।

যে দুধের দাম শোধ করবার ক্ষমতা নেই কারো তাকে একদিন ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই।

 

পারো তো প্রতি মুহুর্তে মায়ের অবদান স্বরণ করো,

পারো তো প্রতিদিন তাকে ভালোবেসে নিজের কাছে রেখো।

দিবসের আড়ালে মাকে ছোট কোরোনা! কারণ  মা মা ই।

মায়ের স্হান সকলের উপরে.....

 

বিদেশী কালচার (মা দিবস) এখন বড়লোকের ফ্যাশন হয়ে দাড়িয়েছে।

অথচ মহানবী (সঃ) আল্লাহকে সন্মান, ভক্তি এবং ভালোবাসার  পর মায়ের স্হান কে বেশি গুরুত্ব দিয়েছেন সে কথা ভুলে যাই বেমালুম।

 

রোজ পাচঁ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে খুশি রাখি, মাকে কতটা খুশি রাখতে চেষ্টা করি আমি?

 

দিবস নয় চর্চা হোক মানবতার, সন্মানের, ভালোবাসার,ভ্রাতৃত্বের,নৈতিকতার এবং শ্রদ্ধার।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ