
আকাশ যে রঙেই ধারণ করুক না কেনো তার নিজস্ব রং নীল। ব্লগার খাদিজাতুল কুবরার পছন্দের রং নীল। খাদিজা নীল রং দিয়ে কাব্য সাজান। ” নীল অপরাজিতা দিয়ে যাত্রা শুরু করেছিলেন পাঁঁচ মাস তেরো দিন আগে। এবং আজকের ” গৃহবধূ যখন লেখক” এই চমৎকার লেখাটি দিয়ে ৫০ তম পোস্ট পূরণ করলেন।
সোনেলা ব্লগের পক্ষ থেকে তার জন্য থাকলো নীল অপরাজিতার শুভেচ্ছা।
বাবার আদুরে কন্যা শান্ত সাবলীলভাবে মরুভূমির বালিয়াড়িতে পথ না হারিয়ে ; দিগন্ত থেকে পথ খুঁজে নিয়ে চলছেন নিরবধি। কখনো রঙিন প্রজাপতির মতো ডানা মেলে প্রকৃতির শোভা দেখছেন। কখনো বর্ষার আকুল রূপে বিমোহিত হয়েছেন। এমন একদিনে, উনি নীল শাড়ি পরে স্মৃতির কল্পনায় নীল সমুদ্রের ঢেউ ভেঙ্গে হাঁটবেন দিগন্তরেখা ধরে। ওনার কবিতা পড়ে, এখন বৃষ্টি হলেই ওনাকে মনে পড়ে।
” বেলাভূমির লীলাবতী “র নাম দিলাম কবিতা। সমুদ্র থেকে লাল নীল নুড়ি কুড়িয়ে সহস্র মান অভিমান ভুলে দীপ্ত পদে এগিয়ে যান। ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করেন। ভালোবাসার ছোঁয়ায় হয়ে উঠেন পরিপূর্ণ কবি।
অনেকের কবিতা পড়ে অভিধান খুলতে হয়। কিন্তু খাদিজাতুল কুবরার কবিতার ভাষা সহজ ও সাবলীল। তার কবিতার প্রধান বৈশিষ্ট্য ” আশাবাদী “। আমি মনে করি, সকল প্রাণের ভিতর লুকিয়ে থাকে কবির জীবন। প্রাণ তো দেখা যায় না। কবির অপেক্ষা, যতক্ষণ না তার কবিতা ” কবিতা ” হয়ে উঠছে ততক্ষণ। কবিতা তার প্রেম, প্রেমিক, জীবন। কবিরা বিনি সূতা দিয়ে বর্তমান আর ভবিষ্যতকে বেঁধে রাখেন।
আপনি নীল পদ্ম হয়ে, নীল বসনে, নীল আকাশে, নীলের মাঝে হেসে হেসে, নীল নীল ভালোবাসা ছড়িয়ে সোনেলার সাহিত্যের পাতায় থাকেন।
আপনার ঠোঁটের স্মিত হাসি বীণার সুরে বেজে উঠে জয় করুক সবার মন। এমন প্রত্যাশা আমাদের সবার। ভালো থাকুন সবসময়।
৫১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আরে আপনি তো একা একাই সব সব প্রশংসা করে ফেললেন!!
কোন জায়গা ফাঁকা না রেখে-ই।
আসলে একজন প্রকৃত কবির প্রতিমূর্তি তিনি, লেখায়, সহজিয়া শব্দ নির্বাচনে ও প্রচণ্ড আশাবাদিতা,
যা তাঁর লেখার বৈশিষ্ট।
একনিষ্ঠ পাঠক হিসেবে তাঁর বৃহত্তর সাফল্য কামনা কবে।
সোনলার গর্বিত অংশীদার তিনি।
খাদিজাতুল কুবরা
হেলাল ভাইয়া চোখে পানি এসে গেল, অনেক দিন পর আনন্দে কাঁদলাম! আমি আজ শব্দহীন, কি লিখে কৃতজ্ঞতা প্রকাশ করবো ভেবে পাচ্ছি না। শুধু এটুকু বলবো, আমি একসময় খুব বিমর্ষ ছিলাম! এই কিপ্যাডটি দুটো লাইন লিখে আপনাদের ভালোবাসা পাওয়ার দরজা চিচিং পাকের মতো খুলে দিলো। তাই আজ আমি আনন্দিত! এতো ভালোবাসা বৃথা না যায় আজকের দিনে আপনাদের সকলের কাছে দোয়া চাই।
অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন ভাইয়া।
আরজু মুক্তা
আপনাকেও ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
আশার বেলায় চড়ে জীবন,
ভালোবেসে ভালোবাসা খোঁজে,
ভালোবাসা আছে কোথায়?
কোন সুদূরের অচিন দেশে!
অবশেষে স্বপ্নের হাতছানি ডেকে নেয় অষ্ট্রপ্রহরের শেষে….
ফুরিয়ে যায় চাওয়া পাওয়া লেনদেন,
ফজরের নামাজ শেষে জানাজার আয়োজন।
আধার কেটে ভোরের উষার আনাগোনায় মাতে অন্য কারুর নতুন দিন।
এটাই জীবন…
বার্তাটুকু নিয়ে তিনি এলেন, দেখলেন, জয় করলেন সোনেলাকে। সোনেলার অগুনতি পাঠকের মাঝে ছড়িয়ে দিলেন নিজের একান্ত অনুভূতিতে লেখা কবিতা গুলো। তার কবিতায় আমরা দেখতে পাই নিজেদেরই ভাবনার অন্তঃমিল। যা কিছু আমাদের মনে এলোমেলো ভাবনায় অগোছালো কথা হয়ে দোল খেতে থাকে, সেসবই তিনি উন্মুক্ত করে দেন গুছিয়ে, সাজিয়ে অসাধারণ শব্দমালার সুগঠিত গাঁথুনিতে। অন্যের পোস্টে তার দেয়া কমেন্ট গুলো দেখার পর যেকোনো লেখকের মনে তার জন্য আলাদা স্থান তৈরী হতে বাধ্য।
তিনি তার চমৎকার লেখায় এবং আন্তরিক কমেন্টের জন্য অপ্রতিদ্বন্দী।
ব্লগার খাদিজাতুল কুবরা,মাত্র পাঁচ মাস তের দিনে ৫০তম পোস্ট পূর্ণ করেছেন!
অজস্র শুভেচ্ছা ও অভিনন্দন তাকে। আমরা তার সার্বিক সাফল্য কামনা করছি। শুভ কামনা ও ভালোবাসা আপনাকে 🌹🌹
আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্যে 🌹🌹
খাদিজাতুল কুবরা
সাবিনা আপু টুকটাক লিখতাম, কিন্তু আমি যে সত্যি কিছু লিখতে পারি এই উপলব্ধিটুকু আপনার মন্তব্যে আমি সবসময়ই পেয়েছি। আর সে জন্যই আজকের এই প্রাপ্তিটুকু আমার হল। দুকলম লিখে যে এতো ভালোবাসা পাওয়া যায় সোনেলায় না এলে জানতেই পারতাম না। আজকে আপনার মন্তব্যটি পড়ে আমার সেই অনুভূতি হয়েছে যা আমার দুই সন্তানকে প্রথম ছুঁতে পেরে হয়েছে। রীতিমতো কেঁদে ফেললাম।
আপনাকে বড় বোনের মতো পেয়েছি সবসময়। দোয়া করবেন যেন প্রিয় সোনেলায় সুখে দুঃখে একসাথে থাকতে পারি।
অশেষ ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানবেন আপু।
আপনার মতো গুনিজনের সান্নিধ্য পেয়েছি ভাগ্য গুণে। ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
ধন্যবাদ ও শুভকামনা
ছাইরাছ হেলাল
নিঃশব্দ-প্রাণ-অনুরাগে, ছড়িয়ে-পড়ে জমে থাকে
একরাশ লিখে ফেলা অভেদ্য ভরসার নীলাকাশ,
ঘাস ফড়িঙয়ের বেশে, এক স্বপ্ন-ভাবনা-জীবন;
মর্মরিত উৎসমুখের সরবর থেকে, স্তূপ-অন্ধকার ঠেলে-ঠুলে।
আরজু মুক্তা
ওরে বাবা! কঠিন শব্দ।
ভাই, দোয়া করবেন।
খাদিজাতুল কুবরা
অন্ধকারের সঙ্গী শুধু প্রখর দৃষ্টি!
গুটি গুটি পায়ে হেঁটে চলে সম্মুখ পানে,
জিজ্ঞাস্য মনে মনে,
আর কতো দূর!
আর কতো ক্রোশ পাড়ি দিলে পৌছাবো ঊষালগ্নে!
কান পেতে রবির ডাক শুনে শুনে,
অন্ধকার ভেদ করে ছুটে চলে ঠেলে ঠুলে,
সূর্যের গালে টোল পড়ে,
আর তখনি যমদূত কড়া নাড়ে!
পালকি চড়ে যেতে হবে শেকড় ঘরে।
মোঃ মজিবর রহমান
ফুলের শুভেচ্ছায় হোক ভাসমান
মন থাক জাগ্রত সবারই মাঝে বিরজমান
সোনেলার কাব্য ভরে উঠুক আপনার
কলম দ্বারা চলুক পাতার পর পাতার
উজ্জ্বল লেখনি ভরুক মন সকলের ।
খাদিজাতুল কুবরা
মজিবর ভাইয়া আপনাদের সকলের উৎসাহ ছাড়া আজকের এই দিন পেতাম না। তাই দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসার লোভে কলম আঁকড়ে রাখতে পারি।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
আপনার জন্য ও আন্তরিক শুভেচ্ছা রইল
মোঃ মজিবর রহমান
এখানে সোনেলার সকল বোন-ভাইদের প্রতি আমার ভালোবাসা আছে সর্বদা। আল্লাহ পাক সকলের মঙ্গল করুন। আমীন।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
মঙ্গল হোক । ♥️♥️♥️
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন মহী ভাইয়া,সবসময় লেখা পড়ে উৎসাহ দেওয়ার জন্য।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
৫০ তম পোস্টে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, দিদি। আপনার প্রতিটা লেখা ভালোলাগার মতো।
.
এতো সুন্দর শুভেচ্ছা পোস্টের জন্য আরজু দিদিকে জানাই অনেক ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
আপনার মতো গুণিলেখকের উৎসাহ পেতে কার না ভালো লাগে!
আমি ও অভিভূত!
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভালো থাকুন সবসময় শুভকামনা রইল
আরজু মুক্তা
আপনাকেও ধন্যবাদ
বন্যা লিপি
সবাই সবটুকু প্রসংশা করে ফেলেছে তোমার রুবি। আমার আর বাড়তি কিছু বলার নেই। প্রথম ব্লগে এসেই তুমি আমাকে খুব আপন করে নিয়েছো তোমার অতি মানবীয় গুণাবলীর মাধ্যমে। তোমার লেখনীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। খুব ভালো থেকো মন মনন প্রজ্ঞায়।ভালবাসা নিরন্তর।
শুভ কামনা। পঞ্চাশ তম পোষ্টের জন্য অভিনন্দন।
খাদিজাতুল কুবরা
বন্যা আপু আপনাকে বড় আপু হিসেবে পেয়ে আমি ও গর্বিত! প্রথম থেকে আপনার উৎসাহ পেয়েছি।
তাই তো আজকের দিনটি জীবনের অন্যতম আনন্দের দিন হয়েছে। সবসময় ভালোবাসা এবং সুপরামর্শ দিয়েছেন আপু। কৃতজ্ঞতা জানানোর জন্য কোন শব্দই যুতসই মনে হচ্ছে না। যা-ই বলি কম হবে। ছোটবোনের ভালোবাসাটুকু হৃদয়ে স্থান দেবেন এবং দোয়া করবেন।
আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
ধন্যবাদ আপনাকে।
মনির হোসেন মমি
হাফ সেঞ্চুরী!!! এইতো এলেন সেদিন।ব্লগকে কতটা ভালবাসলে এতো অল্প সময়ে হাফ সেঞ্চুরী পোষ্ট করা যায় তার প্রমান প্রিয় সহ ব্লগার খাদিজাতুল কুবরা। অভিনন্দন এবং শুভ কামনা রইল।
নীলে নীলাঞ্জনা হয়ে আমাদের মাঝে কবি হয়ে বেচে থাকুন হাজারো বছর।
খাদিজাতুল কুবরা
ভাইয়া দোয়া করবেন। আপনাদের উৎসাহ পেয়েছি বলেই সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ লিখতে চাই।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
আপনার জন্য ও শুভেচছা অবিরাম
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
জিসান শা ইকরাম
পাঁচ মাসে পঞ্চাশ পোস্ট! মাসে দশটি হলে তো দশ মাসেই তিনি শততম পোস্ট দিয়ে ফেলবেন।
একজন স্বভাব কবি তিনি। প্রতিটি কবিতায় প্রকাশ করেন নিজস্ব অভিব্যাক্তি সহজ সরল ভাষায়। যা পাঠক মনে গভীর ভাবে দাগ কেটে যায়। পাঠকের ভাবনার জগত বিস্তৃত হয়।
তার লেখা দিয়ে তিনি সোনেলাকে সমৃদ্ধ করে চলছেন প্রতিনিয়ত।
তার মন্তব্য অন্য ব্লগার, লেখকদের প্রেরনা দেয়।
তাকে পঞ্চাশতম পোস্টের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপনার সহযোগিতা এবং উৎসাহ না পেলে আমি জানতেই পারতাম না, আমি ও যে ব্লগে লিখতে পারি। তাই আপনার প্রতি কৃতজ্ঞতা অসীম। আমি দোয়া করি আল্লাহ পাক আপনার সার্বিক মঙ্গল করুন। আর এই শুভেচ্ছা পোস্ট জীবনে অন্যতম প্রাপ্তি যোগ করে দিলো।
ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন প্রিয় ভাইয়া।
জিসান শা ইকরাম
এত সুন্দর, গোছানো একটি শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
ধন্যবাদ ও শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ বাহ্ চমৎকার। পাঁচ মাসেই পঞ্চাশ পোস্ট! এতো সুন্দর, চমৎকার, অদ্ভুত ভালোলাগার, অভিনব লেখাগুলো ওনার হাত ধরেই খুঁজে পেয়েছি।আপুর মন্তব্য ও অসাধারণ লাগে। কুবরা আপুর জন্য অনন্ত, অসীম ভালোবাসা, অভিনন্দন ও শুভকামনা। আরজু আপু চমৎকার লিখেছেন ওনাকে নিয়ে শুভেচ্ছা পোস্ট। এতো সুন্দর করে সবকিছু ই বলে দিলেন ওনার সম্পর্কে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ঈশ্বর সহায় হোন
খাদিজাতুল কুবরা
দিদি ভাই আপনার অকৃপণ ভালোবাসা এবং উৎসাহ সবসময় পেয়েছি। আপনি নিজে তুখোড় লেখক হয়ে ও নতুনকে স্বাগত জানান নিজ উদারতায়। এজন্যই আপনাকে এতো ভালো লাগে।
অনেক ধন্যবাদ সবকিছুর জন্য।
ভালো থাকুন দিদি ভাই, আপনার সার্বিক সাফল্য আমার একান্ত কাম্য।
আরজু মুক্তা
ধন্যবা দিদি
তৌহিদ
অভিনন্দন খাদিজা আপুকে। আসলেই অনেক ভালো লিখিয়ে তিনি। সোনেলায় নিজের লেখা দিয়ে জয় করেছেন সকলের মন।পাকাপোক্ত করে নিয়েছেন নিজের অবস্থান।
এভাবেই পাশে থাকুন তিনি এটাই কাম্য। শুভকামনা রইলো।
আপনাকেও ধন্যবাদ আরজু আপু। শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য। ☺
খাদিজাতুল কুবরা
সাদা তৌহিদ ভাইয়া, আপনার মন্তব্যে সবসময় অনুপ্রাণিত হই। আজকে ও ভালো লাগায় মন ভরে গেছে। দুটো লাইন লিখে; এতো ভালোবাসা পাওয়া যায়, প্রিয় সোনেলাতে এসে আপনাদের থেকে জেনেছি এবং পেয়েছি। সত্যি আমি আপ্লূত!
অপরিসীম ধন্যবাদ।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
খাদিজাতুল কুবরা
সাদা মনের মানুষ
তৌহিদ
ধন্যবাদ আপু
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
তৌহিদ
ভালো থাকুন আপু।
খাদিজাতুল কুবরা
প্রথমেই ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আরজু মুক্তা আপুকে। আপু আমি আপনার হাত ধরেই ব্লগে এসেছি। আপনিই আমাকে নিয়ে এতো সুন্দর শুভেচ্ছা পোস্ট লিখেছেন! এটা আমার জন্য অন্যতম বিশেষ প্রাপ্তি।
আপনাকে সবসময় বড় বোনের মতো পেয়েছি এটা ও আমার সৌভাগ্য! আমি অভিভূত!
আমার জন্য দোয়া করবেন যেন কলমের আঁচড়ে আপনাদের ভালোবাসা এঁকে নিতে পারি আপন ললাটে।
আপনার বহুমুখী প্রতিভা আমাকে সবসময়ই মুগ্ধ করে।
অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনার জন্য।
ভালো থাকবেন আপু সবসময়।
আরজু মুক্তা
আমি তো কিছুই পারিনা। আপনাদের সবার ভালোবাসায় যেনো আর একটু এগিয়ে যেতে পারি, সেই কামনা করি।
ভালোবাসা অবিরাম।
রোকসানা খন্দকার রুকু
আমি লাষ্টু হইয়া আর কি কমু। সবাই সব কইয়া ফালাইছে॥😜
কবিতা পড়ি আর বিমোহিত হই ক্যামনে লেখে জীবনমুখী ,আশাবাদী কবিতা।
শুভেচ্ছা বার্তা যে মানুষটি দিয়েছেন তিনি আর বাদ রাখেননি। কারন তিনি এমনই নিখুঁত।❤️❤️
“আপনি নীল পদ্ম হয়ে, নীল বসনে, নীল আকাশে, নীলের মাঝে হেসে হেসে, নীল নীল ভালোবাসা ছড়িয়ে সোনেলার সাহিত্যের পাতায় থাকেন।”
আমরা সবাই এমনটাই চাই। শুভ কামনা রইলো আপনার জন্য॥❤️❤️❤️❤️❤️
আরজু মুক্তা
ধন্যবাদ ও শুভকামনা
আলমগীর সরকার লিটন
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি লিটন দা। আপনি সবসময় লেখা পড়ে উৎসাহ যুগিয়েছেন।
আপনার জন্য ও আন্তরিক শুভেচ্ছা
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
সুরাইয়া নার্গিস
অভিনন্দন আপু।
এত সুন্দর লেখা পোস্ট, আর সবার সুন্দর, সুন্দর মন্তব্য পড়ে আমি মুগ্ধ কি লিখবো ভেবে পাচ্ছি না।
আমার ৫০তম পোষ্ট কবে হয়েছিলো ঠিক জানি না, তারপর লিখে চলেছি।
আপু আপনি আমার অনেক প্রিয় একজম মানুষ,দোয়া করি সব সময় এমন সুন্দর লেখা আমাদের উপহার দিবেন।
সোনেলার সাথে আপনার এই পথচলা আরো দ্বীর্ঘায়িত হোক, সফল হোন।
ভালোবাসা অভিরাম আপু।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ ছোট আপু সুরাইয়া। তুমি ও আমার খুব প্রিয়!
ছোট্ট বয়সে তোমার জীবনবোধ সত্যি অসাধারণ!
তোমার লেখা আমি পড়ি।
সংসারের ব্যস্ততায় সবসময় মন্তব্য করতে পারি না।
তোমার সর্বাঙ্গীণ মঙ্গল হোক!
এটাই দোয়া করি।
ভালোবাসা নিও।
আরজু মুক্তা
ধন্যবাদ ও শুভকামনা আপু
ছন্দা দাম
খাদিজাতুল কুবরা আমার কাছে আমার ঘরের ছোট বোনটির মতো।যখন প্রথম দিকে ওর লেখা পড়তাম ভাবতাম এমন সহজিয়া ভাষায় কি করে লিখে মানুষ টা।তারপর যখন পরিচিত হলাম তখন বুঝতে পারলাম এমন অসাধারণ সহজিয়া মন যার তার লেখা এমন হবে না তো কার হবে।এই ব্লগে সে আমাকে একেবারে শিক্ষকের মতো করে শিখিয়ে পড়িয়ে দেখিয়ে ঢুকিয়ে দিয়েছে।এখানে আসার পর আজ সত্যি আমি খুব আনন্দিত যে ওর পঞ্চাশ তম পোষ্ট পরিপূর্ণ হয়েছে।
এই জন্য বোন তোমায় অনেক অভিনন্দন ভালোবাসা ও আশির্বাদ । তুমি অনেক অনেক এগিয়ে যাও।।
এটাই কামনা করি।❤️❤️
খাদিজাতুল কুবরা
আমার বড় বোনের অভাব ছিলো,মন খারাপ হলেই মন যেন কাউকে খুঁজতো গুমরানো কষ্ট প্রকাশ করার জন্যে। তোমাকে এখন নির্দ্ধিধায় বলতে পারি। এটা আমার বিশেষ প্রাপ্তি। ভালো থেকো সবসময় দিদি ভাই। আমার জন্য দোয়া কোরো।
সবকিছুর জন্য অপরিসীম ধন্যবাদ।
আরজু মুক্তা
ধন্যবাদ ও শুভকামনা দিদি