বিবেক জাগাও নবীন সমাজ
মুক্তির পথ ধরো,
মনের আবেগ কলুষতা সব
দূর করো দূর করো।

তোমরা জাগলে পৃথিবীর পথে
হানা দেবে না তো কেউ,
তোমাদের শ্রম তোমাদের বল
রূখে দেবে সব ঢেউ।

তোমাদের কথা তোমাদের কাজে
পৃথিবীর হবে জয়,
তোমরা সবাই বসে থাকলে গো
হবে যেন সব ক্ষয়।

তোমাদের শ্রম তোমাদের জয়
সবচেয়ে বেশি ভালো,
পৃথিবীতে যারা আলসেমি করে
তাদের জীবন কালো।

বিবেক জাগাও নবীন সমাজ
দায়িত্বটা তো নাও,
মনের সকল কলুষতা দূর
সবে মিলে মিশে যাও।

রচনাকালঃ
২৫/০৭/২০২১

৬+৬/৬+২
-------------------------------------------------
বিদায়কালে
জাহাঙ্গীর আলম অপূর্ব

বিদায়বেলা স্বামীর কোলে
মাথা রাখতে চাই
সুখের সাথী দুখের সাথী
তিনি ছিলেন তাই।

স্বামীর কোলে মরণে সুখ
অন্য কোথা নাই,
বিধির কাছে মোর মিনতি
এমন যেন পাই।

স্বামীই হলো মাথার তাজ
সব সুখের মূল,
জীবন মুখে জীবনে সব
ধরে দিতেন ভূল।

সাত জনমে বাঁধনে বাধা
স্বামীর সাথে মোর,
তাহার সাথে কাটুক গানে
সাত জনমে ভোর।

শেষে বিদায় নেবো যেদিন
আমি পৃথিবী থেকে,
মরণ তুমি দিয়ো আমায়
স্বামীর কোলে রেখে।

রচনাকালঃ
২৩/০৭/২০২১

৫+৫/৫+২