পুতুল বিয়ে

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ০৯:৩৬:৩৮অপরাহ্ন ছড়া ৬ মন্তব্য
  1. ৪+৪/৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
  2. খুকিমণির পুতুল বিয়ে
    কাঁন্নায় ভাঙে খুকির হিয়ে
    দেখতে সুন্দর ছেলে,
    বিয়ে বাড়ির ছেলে মেয়ে
    দেখে সবাই বর'কে চেয়ে
    আঁখি দুইটি মেলে।
  3. রবের পক্ষে নানা কথা
    খুকির মনে লাগে ব্যথা
    মনটা ভীষণ কালো,
    কোকিল গাইছে প্রাণটা খুলে
    বর যে চলে হেলে দুলে
    দেখতে লাগে ভালো।
  4. মায়ের কাছে খুকির বায়না
    মেয়ের জন্য কিছু চাইনা
    হেসে খেলে চলে,
    ভীষণ ভালো পুতুল কন্যা
    আদর যত্নে সে অনন্যা
    মধুর কথা বলে।
  5. রচনাকালঃ
    ২৮/০৮/২০২১
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ