ফুল কাব্য

আরজু মুক্তা ১৫ আগস্ট ২০২১, রবিবার, ০২:০৭:১৫পূর্বাহ্ন ছবিব্লগ ২৭ মন্তব্য

 

এই সেই কৃষ্ণচূড়া
যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ, হাতে হাত
কথা যেতো হারিয়ে।

আমার গোলাপেরা কি
এখনো ঘ্রাণ মেখে দেয়
তোমার হীরের মতো
উজ্জ্বল স্বপ্নের ভ্রুতে?

কৃষ্ণচূড়ার সাথে রঙ্গন অশোকে
বুলালো রঙের মোহন তুলিকালো।

সেদিনও এমনি নীল গগনের বসনে
শীত শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিলো হেসে
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেনো
এমন সময় ঝড় এলো, এলো এক ঝড় এলো খ্যাপা চুলে।

কইন্যার চিরল বিরল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইল্যা
কইন্যা করলো ভুল।

হলুদ গাঁদার ফুল
রাঙা পলাশ ফুল
এনে দে, এনে দে
নইলে বাঁধবো না চুল।

সন্ধ্যে হলো, সন্ধ্যে হলো
দেখেছি চেয়ে প্রথম তারা
সে যেনো চায় আমার চোখে
তার দুখানি নয়ন তারা।

★★ ছবি বরাবরি ক্যামেরা বা মোবাইলে তোলা।

 

 

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ