রঙিন আকাশ

আরজু মুক্তা ২৩ আগস্ট ২০২১, সোমবার, ০৪:৪৭:২৭অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

 

বর্ষার রঙিন আকাশের দিকে
তাকিয়ে কিছু সময় কাটাই।
তাকালেই কিছু অর্থ খুঁজে পাই ,
যদিও তার বিশালতায় নিজে ক্ষুদ্র।
তার বিশালতায় নিজেকে হারিয়ে ফেলি
জীবনের গ্লানি, ক্লান্তি ও রুক্ষতাকে।
হৃদয়ে প্রশান্তি লাভ করি।
আকাশ বলে, "ও কিছু নয় !"
"কিছু পেতে হলে দিতে হয়।"
ভাবনাগুলোকে ছুটি দেই
একবুক দীর্ঘশ্বাস দেই,
চোখের নোনা পানি দেই
ঝক্‌ঝকে একটা হাসি দেই।
আকাশ মুছে দেয় সব
আমি আকাশ হয়ে যাই
বেঁচে থাকার একটুকরো স্পৃহা হয়ে।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ