নীল অপরাজিতা

খাদিজাতুল কুবরা ২৪ জুন ২০২০, বুধবার, ০৮:০২:৫৪অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

একটুখানি ভালোবাসা আমিও চাই!
সুখ তরীতে ভেসে ছেঁড়া দ্বীপে যাবার সাধ আমারো হয়!
কিন্তু আমি এও জানি এসব আমার জন্য নয়!
জন্ম থেকে দেখছি নিয়তি আমায় নির্বাসনে পাঠিয়েই
বেশি খুশি হয়...!

আমিও রক্তে মাংসে মানুষ, তাই রাগে- অনুরাগে,
সাধে - আহ্লাদে আপ্লূত হই!
ভালোবাসার চাদর মুড়ে একটু উষ্ণতা চাই!
তবে এ আমার শেষ সত্যি নয়,
ভালোবাসা ছাড়াও আমি দিব্যি বাঁচতে পারি
সহস্র শতাব্দী, আমার কিসের হারানোর ভয়?

আমার শীত কাটে অবহেলার চাদর গায়ে জড়িয়ে!
গীষ্ম কাটে গনগনে রোদে তীর্যক দাবদাহে পুড়িয়ে!
বর্ষায় আমার ঘরের চালের ফাঁকে বৃষ্টি ছুঁইয়ে পড়ে!
আমায় কি আর ভয় পেলে চলে কালবৈশাখী ঝড়ে?

ফুল আর নারীর নাকি খুব অন্তমিল!
মাঝে মাঝে ভাবি তবে আমার অন্তমিল কোন ফুল?
পদ্ম নই, রজনীগন্ধা নই, বেলী নই, গোলাপ ও নই!
আমি বোধহয় নীল অপরাজিতা!
আমায় কি আর ফুলদানিতে শোভা পায়?

আমার জীবন নিয়ে কোনো আপসোস ও নেই!
অদ্ভুত হলেও সত্যি!
আমার না পাওয়ার যন্ত্রণা, কষ্টগুলো আমায় শক্তি যোগায়, আত্মবিশ্বাস এনে দেয়!
উল্টো স্রোতে টিকে থাকার মন্ত্র শেখায়!
আমি নীল অপরাজিতা!
নীল বেদনাতেই আমায় মানায়!!

১৭/০৫/২০২০ইং

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ