সোনেলা নিঃসন্দেহে বাংলা ব্লগগুলোর মধ্যে অন্যতম সেরা আর পরিশীলিত ব্লগ। ব্লগার সংখ্যা কম হলেও, সবার নিয়মিত পদচারনা থাকে ব্লগে। তো, ব্লগে কে কে আসেন, কোথায় তাঁদের বাস, তাঁরা সকালের নাস্তা করেন কী দিয়ে; আসুন সেই তথ্যগুলো আপনাকে দেই।
- কোন দেশেতে থাকো তুমি-
সোনেলাতে যাঁরা আসেন, তাঁদের ৬৬.৩৭% বাংলাদেশে থাকেন। দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। ভারত থেকে আসেন ১৫.৯৯% ভিজিটর। এরপর আছে আমেরিকা, কানাডা আর লেবানন।

- কোন শহরে বাস?
৩৭.৬৯% ভিজিটরের অবস্থান ঠিক কোন শহরে সেটা নির্ণয় করা যায়নি। তবে ঢাকার পরপরই এই তালিকায় আছে খুলনা, নয়া দিল্লী, কলকাতা এবং হ্যামিল্টন।

- কোন ব্রাউজার ব্যবহার করেন
ভিজিটরদের ব্যবহার করা ব্রাউজারের তালিকায় শীর্ষে আছে ক্রোম। এরপর অপেরা মিনি, ইউসি ব্রাউজার আর ফায়ারফক্স।

- অপারেটিং সিস্টেম
অবধারিতভাবেই মোবাইল ডিভাইস ব্যবহারকারীরা প্রথমে আছেন। ৫৬.৮৯% ব্যবহার করেন অ্যান্ড্রয়েড, আর দ্বিতীয় অবস্থানে উইন্ডোজ আছে ১৭.৫৯% ভিজিটরের সংখ্যা নিয়ে।

- কোন ফোন?
কিছু ভিজিটরের ফোনের মডেল নির্ণয় করা যায়নি। তবে নির্ণীতদের মধ্যে আইফোন আছে এক নাম্বারে। আহা! বড়লোক মানুষদের ব্লগ!

- দাদা না দিদি?
দিদিরা কই? সোনেলার ভিজিটরদের মাত্র ১৩.৫% নারী। কী যে কইন্না!

- বয়সের সংখ্যান
মোট ভিজিটরের ৫৬.৮৫%-এর বয়স ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে। ১৮-২৪ বছর বয়সীরা আছেন ২৪.৭৩%।

- নতুন ভিজিটর
গত এক মাসের মোট ভিজিটরদের মধ্যে ৬১.১৬% ভিজিটর আছেন, যাঁরা আগে কখনো সোনেলাতে আসেননি।

- আরও যে তথ্যগুলো জানতে পারলে ভালো হতো-
বিবাহিত আর অবিবাহিতের অনুপাত, কে সকালে কী দিয়ে নাস্তা করেন অথবা অবিবাহিতদের মধ্যে কতো ভাগ Single আর কতো ভাগ In a relationship (3
৬০টি মন্তব্য
ইঞ্জা
পরিসংখ্যানটা আরো বেশি হলে ভালো হতো, আর এই পরিসংখ্যান কই পেলেন তা বললে ভালো হতো। :D)
নাজমুল আহসান
আরও কিছু তথ্য ছিল, সেগুলো প্রকাশ করা সমীচীন মনে করিনি।
আমি যেখানেই পাই, ডাটা কিন্তু সব সঠিক 🙂
ইঞ্জা
জি ধন্যবাদ আপনার এই ইনফরমেশন গুলোর জন্য, ভালো থাকবেন। 😀
রিমি রুম্মান
তৃতীয় অবস্থানে আছে আমেরিকা। বিষয়টি মন্দ নয়।
তবে, আমি কোন দেশ থেকে ভিজিট করি, এটি থাকলে আরেকটু পরিপূর্ণ হতো পরিসংখ্যানটি । 🙂
নাজমুল আহসান
আপনি ভিজিট করেন নিউইয়র্ক থেকে। উইন্ডোজ কম্পিউটারে ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। এবং সম্ভবত এটা আপনার অবস্থান- 86-36 53rd Ave, Flushing, NY 11373, USA :p
রিমি রুম্মান
সবই ঠিক আছে, শুধু ঠিকানাটা ছাড়া । 🙂
নাজমুল আহসান
হেহে! আমি কি কোনোদিন আম্রিকা গেছি নাকি! কাছাকাছি বলতে পারছি, এইটাই বিরাট ব্যাপার 😀
রিমি রুম্মান
আমিও সঠিক ঠিকানাটা দিলাম না এইখানে। যদি কেউ বেড়াইতে আইসা যায় ! এমনিতেই মেহমানের মধুর যন্ত্রণায় অতিষ্ঠ । 🙂
নাজমুল আহসান
বেশি খুশি হইয়েন না। কয়েকদিন নজর রাখলে ঠিকই আপনার ঠিকানা বাইর কইরা ফেলব :D)
লীলাবতী
আপু আমি মেহমান হইয়া আপনাকে মধুর যন্ত্রনা দিতে চাই 🙂
লীলাবতী
ভাইয়া সোনেলা ধনীদের ব্লগ?!!! আমি কিন্তু আই ফোন ইউজ করিনা 🙂
অবাক করার মত কিছু তথ্য পেলাম। এতদিন ভেবেছি নারীরাই সোনেলায় আসেন বেশি, এখন দেখি খুবই সামান্য। নতুন ভিজিটরই তাহলে বেশি? নতুন ভিজিটর কিভাবে সোনেলাকে খুঁজে পান? বাংলাদেশের পরেই ভিজিটর বেশি ভারতের! কলকাতার একজন মাত্র ব্লগার লেখেন এখানে, তারপরেও এত ভিজিটর!
ভাবতে ভাল লাগছে যে আমাদের সোনেলার পরিচিতি বিশ্বব্যাপী 🙂 ধন্যবাদ ভাইয়া এমন পোস্টের জন্য।
নাজমুল আহসান
আমি আর আপনি ছাড়া সবাই বড়লোক 😀
ইঞ্জা
আমিও তো ভাঙ্গা মোবাইল ইউজ করি তাও আইপুন না।
লীলাবতী
ভাবছি এবার মোবাইলে পিছনে আই ফোনের একটি স্টিকার লাগিয়ে নেবো 🙂
মেহেরী তাজ
লীলা আপু আমিও কিন্তু আইফোন ইউজ করি না। আপনার সাথে আছি।
এবার আসুন নারী ভিজিটর এর ব্যাপার টায়। এটা একটা ষড়যন্ত্র। সুক্ষ্ম ষড়যন্ত্র। এই পরিসংখ্যা গত মাসের। আর আমরা মানে সোনেলার নারী ব্লগাররা কোন না কোন কারনে মোটামুটি সবায় আই রিপিট মোটামুটি সবায় গত মাসে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। এর ফাঁকেই এমন একটা পোষ্ট…… মাত্র ১৩.৫% নারী ভিজিটর।
নাজমুল আহসান
হইলেও হইতারে 😀
মিষ্টি জিন
আমিও ভেবেছিলাম সোনেলায় নারী ভিজিটরের সংখা বেশী। যাইহোক ,পৃথিবীর বিভিন্ন দেশের মানুঁষ যে আমাদের সোনেলা ভিজিট করে এটা জেনে খুব ভাল লাগছে।
লেবানন থেকে কে সোনেলায় ভিজিট করে জানতে মুনচায়। 😀
অনেক কষ্টারজিত পোষ্ট।
নাজমুল আহসান
লেবানন থেকে কে সোনেলায় ভিজিট করে জানতে মুনচায়। 😀
লীলাবতী
আমি জানি লেবানন থেকে কে ভিজিট করে। বলতে ভয় করে, শেষে আবার আমার ঘার না মটকায় 🙂 ঘার মটকানোর সাথে তার নামের যোগসুত্র আছে । :p
মিষ্টি জিন
হা হা হা :D) :D) :D)..ঘুমাবা সময় জানলা বন্ধ কইরো মনে করে .. কখন কার ঘাড যায় বলা যায় না… :D) :D) :D)
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
কানাডার হ্যামিল্টন শহরই শুধু নয়। আরো আছে রিচমন্ড শহর।
পরিসংখ্যান ভাল লেগেছে।
কষ্ট হয়েছে বেশ বোঝা যাচ্ছে।
(y) (y)
নাজমুল আহসান
🙂
আবু খায়ের আনিছ
এই যে মাষ্টার মশায়, দেখলাম বেশ কিছু বিষয় যোগ করার চেষ্টা করছেন, তা সেগুলো কবে থেকে উন্মুক্ত হবে শুনি?
নাজমুল আহসান
হবে হবে :p
অপার্থিব
ব্লগকে টিকিয়ে রাখতে ভিজিটরের চেয়ে এক্টিভ ব্লগার এখন বেশি প্রয়োজন। তার জন্য ব্লগের প্রচার জরুরী। অনেক পুরনো ব্লগার পেশাগত বা ব্যক্তিগত ব্যস্ততার কারনে অনিয়মিত হবে এটাই স্বাভাবিক।
নাজমুল আহসান
সহমত -{@
নীলাঞ্জনা নীলা
ওয়াও হ্যামিল্টন ছয় নম্বরে! 😀
তার মানে আরোও আছেন হ্যামিল্টনে! কে কে আছেন হ্যামিল্টনে হাত তুলুন বোন-ভাইয়েরা। তাহলে এখানেও সোনেলা গেট টুগেদার করে হেব্বি নাচবো। 😀 \|/
আমি দেখি অনেক বড়োলোক! আমার স্যামসাং গ্যালিক্সি এস ৫ আছে। তবে অনেক ভাব ধরে থাকা ফোন। আমার এক্সিডেন্টে বেচারাও বেশ ব্যথা পেয়েছে। মাঝে-মধ্যেই জানান দেয়। 🙁 বেশী ব্যথা হলেই কান্নাকাটিও করে একেবারে স্থির হয়ে যায়। ;(
আর ল্যাপটপটা ৬ বছর ধরে চলছে। গতবছর একেবারে চুপ হয়ে গিয়েছিলো অনেক জ্বালাচ্ছিলাম তো, তাই। দেশে গিয়ে দোকান থেকে সেজেগুজে আসার পর এখন আবার বেশ নাচানাচি করে। 😀 \|/
আচ্ছা আমার ঠিকানা কি এটা বলুন তো! বয়সের পরিসংখ্যান কিন্তু সঠিক ফলাফল দেয়নি। 😀
এতো কষ্ট করে ডাটা(শাক) বের করলেন, আপনাকে চিংড়ি মাছ দিয়ে লালশাক রেঁধে খাওয়ানো হবে। 😀
নাজমুল আহসান
আপনার ঠিকানাও জানি। কিন্তু বলব না। সবাই জেনে ফেললে সমস্যা। একা একা চলে যাব একদিন 😀
নীলাঞ্জনা নীলা
চলে আসুন। আর কি খেতে পছন্দ করেন, সেটাও জানিয়ে দেবেন। কেমন? 😀
আবু জাঈদ
“এতো কষ্ট করে ডাটা(শাক) বের করলেন, ”
ভুল হইছে, লিখতে হবে “এতো কষ্ট করে শাক (ডাটা) বের করলেন,” :p
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহাহা। 😀 :D)
ছাইরাছ হেলাল
কত্ত অজানা!
আজ কিছু জানলাম,
বৈদ্যাশে এত্ত এত্ত ভিজিটর! আমাদের সোনেলার!
আপনি না বললে বিশ্বাস করতাম না,
নাজমুল আহসান
🙂
মোঃ মজিবর রহমান
জেনে ভাল লাগ্ল মুই কিন্তু মবিল বেবহার করিনা।
নাজমুল আহসান
আমি মবিল ব্যবহার করি, আমার বাইকে 😀
মোঃ মজিবর রহমান
হা হা হা \|/ -{@
মোঃ মজিবর রহমান
আপনি আই টি এক্সপার্ট বুঝছি!!!!
নাজমুল আহসান
এক্সপার্ট হতে পারিনি দাদা, চেষ্টায় আছি।
ব্লগার সজীব
প্রিয় ব্লগ সম্পর্কে এসব তথ্য জানার খুব ইচ্ছে ছিল। কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলামনা। ধন্যবাদ এসব জানানোর জন্য। সব দেশেই আমাদের ভিজিটর আছেন, ইন্দোনেশিয়ার কোনো ব্লগার আছেন এখানে? ওখানকার বাংলাভাষীরা এই ব্লগকে খঁুজে পেলেন কিভাবে? অস্ট্রেলিয়া নেই তালিকায়? !!
নাজমুল আহসান
অস্ট্রেলিয়াও হয়তো আছে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুন্দর একটি পরিসংস্যা।অবশ্যই প্রচুর মেধার পরিশ্রম শুধু সোনেলাকে ভালবেসে।ধন্যবাদ। -{@
নাজমুল আহসান
-{@
শুন্য শুন্যালয়
ফঁচা পরিসংখ্যান। 🙁 সারাদিন পইরা থাকি সোনেলা নিয়া অথচ আমার দেশের নাম নাই, আমার শহরের নাম নাই, এইডা কিছু হইলো?
বিবাহিত অবিবাহিতের অনুপাত দিয়ে কি হবে মডু ভাই? ;?
নাজমুল আহসান
সব পরিসংখ্যানই দরকার :p
[বিঃদ্রঃ আমি মডু না।]
মৌনতা রিতু
এইবার বলেন দেখি আমি কোথায় থাকি? আমার কি ব্রাউজার?
এতো সুন্দর একটা বেশ্লেষন পোষ্ট হয়ে গেল , তাও আমি অসুস্থ থাকা অবস্থায় ! ;?
এ তো দেখি বিরাট ব্যাপার স্যাপার!
স্যালুট ভাই স্যালুট।
নাজমুল আহসান
ঢাকায় থাকেন। শাহবাগের আশেপাশের এলাকায়। অ্যান্ড্রয়েডে সাফারি ব্রাউজার ব্যবহার করেন। আপনার একটা উইন্ডোজ পিসিও আছে। অনেক রাত জাগেন অথবা অনেক সকালে ঘুম থেকে ওঠেন 🙂
একটু বেশি বলে দিলাম নাকি? :p
মৌনতা রিতু
কুড়িগ্রাম থাকি। খুব সকালে ঘুম থেকে উঠি। এগারোটার মধ্যেই ঘুমাই। তবে মাঝে মাঝে হঠাৎ রাতে ঘুম না আসলে সোনেলায় ঢু মারি। হ্যাঁ, নকিয়া লুমিয়া ব্যবহার করি। উইন্ডজ ফোন। 🙂
নাজমুল আহসান
কী বলেন! সব ভুল বলছি! 😀
ইলিয়াস মাসুদ
আমার সিটির খুব কাছাকাছি পর্যন্ত চলে এসেছেন,আমি শুধু লগইন করি শুধু মাত্র একটা ডিভাইস থেকে বাকি যেখানে যা পাই তাই দিয়ে ভিজিটর থেকে লেখা পড়ার চেষ্টা করি,এই পরিসংখ্যান কত দিনের উপর ভিত্তি করে করা জানতে মুন চাই,কাছা কাছি শহর হলেও ওতাই যে আমি তা জানি কারণ আমি ছাড়া আসে পাশে দুই চারটা শহরে আর বাঙালি নেই যে হাহাহাহা
চাটিগাঁ থেকে বাহার
আপনার লেখাটি ভাল লেগেছে।
নাজমুল আহসান
🙂
নাসির সারওয়ার
এদেখি হাঁটে হাঁড়ি ভেঙ্গে দেবার মত ব্যপার!! সব্বনাস সব্বনাস। এই লেখক থেকে ১০ হাত দুরে থাকার আমন্ত্রন রইলো।
এখন থেকে আমি VPN এর মাধ্যমে অন্য শহর/দেশ থেকে লগ করবো!!
নাজমুল আহসান
তখন সবাইকে বলে দেব, আপনি ভিপিএন ব্যবহার করেন 😀
আবু জাঈদ
আমার কাছে সব চেয়ে ভাল লেগেছে নতুম ভিজিটর এবং বৈদেশিক ভিজিটরদের সংখ্যা।
এটাকে আরো বাড়াতে হবে, এবং সে জন্যে চাই মানসম্পন্ন প্রচুর লেখা।
প্রবন্ধ, রিভিউ, ভ্রমণ, গল্প, উপন্যাস এ জাতীয় লেখার দিকে জোর দিতে হবে
ফারহানা নুসরাত
এ দেখি সাংঘাতিক ব্যাপার। নাহ গোপন কথাটি বুঝি রইবেনা গোপনে। :p
নাজমুল আহসান
আরও কতো গোপন কথা যে আছে আমার কাছে 😀
সৈয়দ আলী উল আমিন
আপনার তথ্যবহুল লেখাটি ভাল লেগেছে।
জিসান শা ইকরাম
এমন একটি পোষ্ট আবার চাই, সর্বশেষ আপডেট সহ,
দৈনিক, মাসিক, বছরের ভিজিটর সংখ্যা দিলে আরো ভালো হয়।
নাজমুল আহসান
ঠিক আছে 🙂
সাবিনা ইয়াসমিন
লাস্ট আপডেট ২০১৬,
২০২০ এর একটা আপডেট পাওয়ার সময় কি এখনো আসেনি!!