সোনেলার ভিজিটর পরিসংখ্যান

নাজমুল আহসান ২১ অক্টোবর ২০১৬, শুক্রবার, ০৯:৩০:১৬অপরাহ্ন সোনেলা বার্তা ৬০ মন্তব্য

সোনেলা নিঃসন্দেহে বাংলা ব্লগগুলোর মধ্যে অন্যতম সেরা আর পরিশীলিত ব্লগ। ব্লগার সংখ্যা কম হলেও, সবার নিয়মিত পদচারনা থাকে ব্লগে। তো, ব্লগে কে কে আসেন, কোথায় তাঁদের বাস, তাঁরা সকালের নাস্তা করেন কী দিয়ে; আসুন সেই তথ্যগুলো আপনাকে দেই।

  • কোন দেশেতে থাকো তুমি-
    সোনেলাতে যাঁরা আসেন, তাঁদের ৬৬.৩৭% বাংলাদেশে থাকেন। দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। ভারত থেকে আসেন ১৫.৯৯% ভিজিটর। এরপর আছে আমেরিকা, কানাডা আর লেবানন।
  • কোন শহরে বাস?
    ৩৭.৬৯% ভিজিটরের অবস্থান ঠিক কোন শহরে সেটা নির্ণয় করা যায়নি। তবে ঢাকার পরপরই এই তালিকায় আছে খুলনা, নয়া দিল্লী, কলকাতা এবং হ্যামিল্টন।
  • কোন ব্রাউজার ব্যবহার করেন
    ভিজিটরদের ব্যবহার করা ব্রাউজারের তালিকায় শীর্ষে আছে ক্রোম। এরপর অপেরা মিনি, ইউসি ব্রাউজার আর ফায়ারফক্স।
  • অপারেটিং সিস্টেম
    অবধারিতভাবেই মোবাইল ডিভাইস ব্যবহারকারীরা প্রথমে আছেন। ৫৬.৮৯% ব্যবহার করেন অ্যান্ড্রয়েড, আর দ্বিতীয় অবস্থানে উইন্ডোজ আছে ১৭.৫৯% ভিজিটরের সংখ্যা নিয়ে।
  • কোন ফোন?
    কিছু ভিজিটরের ফোনের মডেল নির্ণয় করা যায়নি। তবে নির্ণীতদের মধ্যে আইফোন আছে এক নাম্বারে। আহা! বড়লোক মানুষদের ব্লগ!
  • দাদা না দিদি?
    দিদিরা কই? সোনেলার ভিজিটরদের মাত্র ১৩.৫% নারী। কী যে কইন্না!
  • বয়সের সংখ্যান
    মোট ভিজিটরের ৫৬.৮৫%-এর বয়স ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে। ১৮-২৪ বছর বয়সীরা আছেন ২৪.৭৩%।
  • নতুন ভিজিটর
    গত এক মাসের মোট ভিজিটরদের মধ্যে ৬১.১৬% ভিজিটর আছেন, যাঁরা আগে কখনো সোনেলাতে আসেননি।
  • আরও যে তথ্যগুলো জানতে পারলে ভালো হতো-
    বিবাহিত আর অবিবাহিতের অনুপাত, কে সকালে কী দিয়ে নাস্তা করেন অথবা অবিবাহিতদের মধ্যে কতো ভাগ Single আর কতো ভাগ In a relationship (3
0 Shares

৬০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ