১) সম্ভবত বছর দুয়েক আগে একটা আর্জেন্টাইন সিনেমা দেখেছিলাম, সিনেমার নাম ওয়াইল্ড টেলস বা বাংলায় বন্য গল্প। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি সে সময় বিশ্ব চলচ্চিত্রে বেশ আলোড়ন তুলেছিল। পেয়েছিল বিদেশী ভাষার সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার মনোনয়ন। সিনেমাটায় একক কোন গল্প নেই। ছয়টা আলাদা আলাদা গল্প নিয়ে নির্মিত, দৈর্ঘ্য ১২২ মিনিট। প্রতিটা গল্পের একটা [ বিস্তারিত ]