
সময় হলে চলে যাবো দিয়ে সবাইকে ফাঁকি,
নয়ন বরষার জলে ভিজে না যেন দু’আঁখি।
জায়গা কিনতে চেয়ে পেলাম জায়গা সহ বাড়ি,
সবার সাথে হয়ে যাবে যে চিরকালের আড়ি।
জানালা নাই, দরজাও নাই আছে শুধু ঘর,
সেই ঘরেতে থাকতে হবে সবাইকে করে পর।
থাকবো যে তখন একাকী বন্ধু-স্বজন বিহীন,
আনন্দ-বেদনা, সুখ-দুঃখ রবে না চির গহীন।
আকাশের তারা হয়ে চাঁদের পাশে জ্বলবো,
মেঘবালিকাদের সনে কানামাছি খেলবো।
৩৯টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
একদিন চলে যেতে হয়, নির্জনে স্বজন বিহীন হয়ে থাকাকেই মেনে নিতে হয় ইচ্ছায়/অনিচ্ছায়। অনির্বায্য যাত্রার যাত্রী আমরা সবাই।
ভালো থাকুন শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
প্রথম হবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল। 💓💓। খুব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ইচ্ছায়/অনিচ্ছায় মেনে নিতে হয় এই কঠিন সত্যটাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
বন্যা লিপি
‘আমি জায়গা কিনব কিনব বলে… পেয়ে গেলাম জায়গাসুদ্ধ বাড়ি
সেই বাড়িতে ঢোকার পড়ে
হয়ে গেলো সবার সঙ্গে আড়ি’
সামিনা চৌধুরীর এই গানটা যতবার শুনি ততবার বিমর্ষ হয়ে যাই। গানটার ছায়া অবলম্বনে আপনার ইম্প্রোভাইজেশন দারুন হলয়েছে। মানুষ মূলত একাই, যদি একান্তে ভাবি! আসলেই এপারেও- ওপারেও…..
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ আপু 💓🌹। সত্যিই গানের কথাগুলো বিমর্ষ করে দেয়। তাইতো, সবাই আমরা একা এপারে /ওপারে। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ।
রেজওয়ানা কবির
আমিতো একদিন চলে যাব,বেঁধে রাখা যাবে না, অনেকদুরে হারিয়ে যাব, কোথাও খুঁজে পাবে না।এটাই আনাদের নিয়তি আপু।ভাল থাকুন,সুস্থ থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য। এটাই আমাদের নিয়তি তবুও এতো ছলনা, কষ্ট, ভন্ডামি, খুন, লোভ, হিংসা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
প্রদীপ চক্রবর্তী
একদিন সকলের চলে যেতে হবে।
যারযার ভাবে।
যেখানে থাকবেনা নিজের বলতে কেউ।
এটাই আমাদের নিয়তি।
শুভকামনা, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। একদিন সবাইকেই চলে যেতে হবে এটাই সত্যি। মহা নবমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো । ভালো থাকুন সুস্থ থাকুন
মোঃ মজিবর রহমান
সবাইকেই একদিন চলে যেতেই হবে। পাশে বন্ধু স্বজন কেউ থাকবেনা। কবির শেষ ইচ্ছে পুরণ হোক।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞ। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত
মোঃ মজিবর রহমান
আপনাদের লেখা পড়ে আমিও আপ্লুত। সুন্দর সুন্দর লেখা সোনেলায় জমা হচ্ছে সময়ের অভাবে অনেক লেখা দৃষ্টির অনেক দূর থাকে। আপনি ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয়।
সুপর্ণা ফাল্গুনী
হুম লিখুন ভাইয়া। আপনার লেখা ও সবসময় পড়তে চাই । শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
দেবীর বিসর্জন কিন্তু হয়নি, তার আগেই কেঁদে কেটে আকুল হলে
পরে আর কান্না তো হাতে থাকবে না। একটু জমিয়ে রাখুন, সবাই মিলে জম্পেশ কান্না করবো !!
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা রেডি থাইকেন সবাই মিলে জম্পেশ কান্নার আড্ডা হবে 🙂🙂। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভেচ্ছা ও শুভকামনা একরাশ
ছাইরাছ হেলাল
দিন-তারিখ জানিয়ে একটি পোস্ট দিয়েন।
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা ঠিক আছে
আলমগীর সরকার লিটন
চলা চাওয়ার বেশ অনুভূতির প্রকাশ কবি দিদি – শারদীয় শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনাকেও শারদীয় শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন
সুপায়ন বড়ুয়া
জীবন মুখি কবিতায়
পরপারের ইচ্ছে কেন ?
ছন্দ মিল কবিতায়
আশার বাণী বলেন।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা, আশার বাণী শুনতে খুব ভালো লাগে তবে সেটা তো সহজে দেয় না ধরা। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
আপনাকে ও শারদীয় শুভেচ্ছা
কামরুল ইসলাম
চমৎকার লিখেছেন,
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সুস্থ থাকুন। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ফয়জুল মহী
একদিন সবাই চলে যাবে চলে । থেকে যাবে ভালো কাজ। তাই উচিত ভালো কাজে জীবন গড়া
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শামীম চৌধুরী
চিরন্তন সত্য বচন। সবাইকে এই পথের পথিক হতে হবে। থাকবে না কেউ সঙ্গে। নিজের ঘরে নিজেই একা। ভাবতেই যেন কেমন লাগে।
দারুন হয়েছে দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ভাবতেই শরীর, মন হিম হয়ে আসে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। মহা নবমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
হালিম নজরুল
সুন্দর লিখেছেন। কিন্তু এত এত তাড়াতাড়ি কেন! এত তাড়াতাড়ি চলে গেলে আমাদের কি হবে!!!
সুপর্ণা ফাল্গুনী
কে যে কখন যাবো কেউ তো বলতে পারি না, এসব ভাবনা চলেই আসে তখন সবকিছু হিম শীতল হয়ে যায়। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো।মহা নবমীর শুভেচ্ছা ও শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
মেঘ বালিকাদের সাথে কি সত্যিই খেলা যাবে? তাহলে তো ভালো হত।
সুন্দর লিখেছেন দিদি ভাই।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
মরলে নাকি মানুষ তারা হয় , তারারা তো মেঘ বালিকাদের সাথেই খেলা করে তাই লিখলাম। বাকীটা ঈশ্বর জানেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন। মহা নবমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শান্ত চৌধুরী
সতত শুভ হউক পথচলা …
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। বিজয়া দশমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ হোক পথচলা সতত
খাদিজাতুল কুবরা
দিদি বিষন্ন সুন্দর কবিতা লিখেছেন। যেতে হবে আমাদের সকলকেই তবে ভালো কাজগুলোতে মানুষের পদচিহ্ন থেকে যায় বলে আমি বিশ্বাস করি। আপনার মতো চমৎকার মানুষ কখনো একেবারে চলে যেতে পারেননা। পদচিহ্ন থেকে যাবে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার কথায় আর কিছু বলার ভাষা নেই। আমার জন্য আশীর্বাদ করবেন। বিজয়া দশমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
এটাই চিরন্তন সত্য
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। বিজয়া দশমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর
উর্বশী
চিরন্তন বানীতে পরিণত হয়েছে। পৃথিবীতে কেউ কারো নয়। আসতে হবে একা, যেতেও হিবে একা,রইবে সব ই ফাঁকা দুই দিনের দুনিয়ায়।ভাল থাকুন,নিজের অবস্থান সবার মাঝে থাকে।
এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই। অফুরন্ত ভালোবাসা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আছি, থাকতে চাই আজীবন। অসংখ্য ধন্যবাদ আপু। বিজয়া দশমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর