ওপারের বাসিন্দা

সুপর্ণা ফাল্গুনী ২৫ অক্টোবর ২০২০, রবিবার, ১২:০০:০৪পূর্বাহ্ন কবিতা ৩৯ মন্তব্য

 

সময় হলে চলে যাবো দিয়ে সবাইকে ফাঁকি,
নয়ন বরষার জলে ভিজে না যেন দু'আঁখি।
জায়গা কিনতে চেয়ে পেলাম জায়গা সহ বাড়ি,
সবার সাথে হয়ে যাবে যে চিরকালের আড়ি।
জানালা নাই, দরজাও নাই আছে শুধু ঘর,
সেই ঘরেতে থাকতে হবে সবাইকে করে পর।
থাকবো যে তখন একাকী বন্ধু-স্বজন বিহীন,
আনন্দ-বেদনা, সুখ-দুঃখ রবে না চির গহীন।
আকাশের তারা হয়ে চাঁদের পাশে জ্বলবো,
মেঘবালিকাদের সনে কানামাছি খেলবো।

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ