এক্সপ্রেস ওয়েতে বাংলাদেশ !

সুপায়ন বড়ুয়া ১৫ মার্চ ২০২০, রবিবার, ০৮:২০:৫৭পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

খবরের কাগজে বড় হরফে লেখা হয়ে যায়
গর্বিত একটি নাম
জ্বল জ্বলে তারায় জ্বলে উঠে আজ
এক্সপ্রেস ওয়েতে করেছে প্রবেশ
বাংলাদেশের নাম।

বন্ধু আমার শিড় খাড়া করে
স্যালুট টুকে বলে,
বাংলাদেশ তোমায় সালাম
জানাই লাল সালাম।

বন্ধু আমার ট্যাক্সি ড্রাইভার
বিদেশ বিভুঁয়ে থাকে
নাক উঁচু করে বলেছিল সেদিন
এসেছিস যখন দেখে যা তবে
এক্সপ্রেস ওয়েটা কি ?

ড্রাইভিং সিটে হাসি মুখে বসে
গতিটা করেছে ফিক্সড
সময়ের সাথে পৌঁছে দেব তোকে
গন্তব্য করেছি ঠিক।

হোক না তুই বড় অফিসার
বিদেশ বিঁভুয়ে ঘুড়িস
এমন দেশটি পাবি না কোথাও
স্বপ্নে ও যদি ভাবিস।

বৃথাই তোরা রক্ত দিয়েছিস
দেশটা করেছিস স্বাধীন
এদেশের টাকায় বাজেট করে যাস
থাকবি তাঁদের অধীন।

বন্ধু তুই আজ যেথায় থাকিস
ঘুরে যা একবার দেশে
বিদেশীরা আজ কাজ করে খায়
প্রিয় তম বাংলাদেশে।

পাড়ার ছেলেটি আলো ঝলমলে তারায়
তথ্য কেন্দ্র চালায়, করেছে ফলের বাগান
সেও দেখি আজ প্রয়োজন হলে
ট্যাক্সি করে নিমিষে কাজে যান।

ওর কাছে আজ পৌঁছে যায় সবে
নিমিষে তোদের পাশে
আজও নাকি তুই ট্যাক্সি চালাস
যাত্রী খুঁজিস হেসে।

বন্ধু তুই আজ আসতে পারিস
সুযোগ যদি থাকে
নিজের চোখে দেখতে পারিস
হৃদয় দিয়ে এঁকে।

এক্সপ্রেস ওয়েতে যুক্ত স্বদেশ
অনন্য উচ্চতায় দেশ
গর্বে মোদের বুক ভরে যায়
উন্নত বাংলাদেশ।

এক্সপ্রেস ওয়ে মুজিব বর্ষের
শ্রেষ্ট উপহার
হারিয়ে যাওয়া বাংলা মায়ের
গলার মনিহার।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ