আলতা পায়

এস.জেড বাবু ৬ নভেম্বর ২০১৯, বুধবার, ০২:২৩:৪০অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

যাসনে যেন একলা নদীর ঘাটে
এইতো সবে উঁকি দিলো ভোর ,
সূর্য্যি মামার নিদ্রা ভাঙ্গতে দে
পাড়া পড়শী খোলুক কয়েক দোর ।

শিমুল গাছে হুতুম প্যাঁচা বসে
দাঁত দেখিয়ে যদি ভেচকী মারে ,
উল্টো ঝুলে বাদুর তেঁতুল গাছে
ডাল ভেঙ্গে সে ছিটকে যদি পড়ে !

ভয় পেয়ে তুই ছুটবি উল্টা দৌড়
পিছন ফিরে পথের কিনারায় ,
কাঁটা যদি বিধে আলতা পায়ে
ভাবতেই মোর বুকটা ফেটে যায় ।

ঘুমায় নদী, কুয়াশার কাঁথা গায়ে
কলসি দিয়ে তুলিসনা আর ঢেউ ,
দুলবে যদি ভাঙ্গা নৌকাখানী
ঘুমপাড়ানী নাই যে আমার কেউ ।

যদি বাঁজে বাঁশি বাবলা বনের ধারে
জল বোরাতে আসবি একেলা ,
দেখবো তোকে সাঁজের মিষ্টি আলোয়
কলসি কাঁখে, মিষ্টি কোমর দোলা ।

বাঁদর যদি পাথ্থর ছুড়ে মারে
ফাটা কলসি, শূণ্য দৃষ্টি তোর ,
পূর্ণিমা রাত সঙ্গি হলে তুই
গঞ্জে যাবো, হয় ‘ হতে দে ভোর ।

অনামিকায় ঝংকার তুলবি জলে
ছুটবে তরী জোয়ার ভাটির টানে ,
মিল যদি হয় ছন্দে, তালে, লয়ে
মিলাবো সুর দ্বৈত কন্ঠের গানে ।

জানবে লোকে, জানবে প্রতিবেশি
সখি গেছে সুজন মাঝির না’য় ,
ভয় পেলে তুই থাকনা ! সখি থাক;
যাসনে ঘাটে, একলা অবেলায় ॥

তুই বিহনে হারায় যদি সুর
বাঁশের বাঁশি ডুবিয়ে দিবো জলে ,
ভর দুপুরে আসিস যদি ঘাটে
ভাসবে বাঁশি, তুর হাতেই নিস তুলে ।

-০-
১২/০৯/২০১৯
ছবি- নেট থেকে

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ