ক্রমাগত পান-করা-অন্ধকার আর-ও দৃশ্যমান হলে
হঠাৎ রৌদ্রকরোজ্জেলতার দূরাভাস ভেসে ওঠে;
অভিজ্ঞতার মরিচা-মরিচিকা ঝেড়ে ফেলে
অনেক কিছু জানান দিয়ে;
হতে পারে হঠাৎ কোন স্ফুলিঙ্গ
অভিজ্ঞতার নূতন সোপানে।

সামুরাই দেহে ড্রাগন শিরোস্ত্রাণ!
এমন ছায়া দেখে হৃদকম্প জাগে,
ধুমকেতুর অগ্নিপুচ্ছ দেখে ছিন্ন-প্রাণ কাঁপে,
এই ছায়া-ঝড় নিঃস্বতার ভ্রুকুটি;

রাত পোহালেই পদ্মপাতার পুকুর-জলে
নিজের ছায়া দেখি,
ঘনীভূত মেঘ-ছায়া-বৃষ্টির আড়ালে।

ছবি নেটের।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ