আমাদের সকলের প্রিয় সোনেলা ব্লগের শীর্ষ পঠিত লেখা নিয়ে অনেকের মনে প্রশ্ন আসে, বিভিন্ন সময়ে আমরা এমন প্রশ্ন পাই যে কিভাবে এটি করা হয়? সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এটি গুগল এনালাইটিক্স এর মাধ্যমে গুগল করে দেয়। আমরা কেবল মাত্র গত সাতদিন এর সংখ্যাটি দেখতে পাই। সাতদিন, আঠাশ দিন, নব্বুই দিন, সোনেলার প্রথম দিন থেকে এই কাউন্টিং নির্ধারন করলে সেভাবেই আসবে।

সোনেলার স্থায়ী পাঠক সংখ্যার কয়েকগুন বেশী আসেন গুগল সার্চ থেকে। পাঠকরা বিভিন্ন বিষয়ে সার্চ দিয়ে গুগলের মাধ্যমে সার্চের বিষয় বস্তু অনুযায়ী সোনেলার লেখায় চলে আসেন। এই পোষ্টে গত আঠাশ দিনের প্রতিটি পোস্টের পাঠক সংখ্যা দেখানো হয়েছে। এর মধ্যে পুরাতন পোষ্টই বেশী। আমরা যেহেতু সাতদিনের বেশী পুরাতন পোষ্ট হিসেবে আনি না, তাই পাঠকগণ সাত দিনের পুরাতন লেখাগুলো শীর্ষ পঠিত লেখা হিসেবে দেখেন। এরপরেও যারা বুঝতে পারছেন না , তারা আশাকরি নিঃসংকোচে প্রশ্ন করবেন।

দেখা যাক গত মাসের সর্বাধিক পঠিত লেখা গুলো।  নিম্নে পোষ্টের নাম এবং পঠিত সংখ্যা দেখানো হলো।


=========================================================

বাবা তুমি এমন কেন? # ছোট গল্প 
মামুন
এর লেখা এই পোষ্ট টি পড়েছেন সেপ্টেম্বর মাসে ২৬১৬ জন পাঠক।

শুভ মহালয়ার শুভেচ্ছা…মা আসছে…
নীলাঞ্জনা নীলার এই লেখাটি পড়েছেন ১৬৮৭ জন পাঠক।

নিজেই করুন নিজের বাড়ির প্লান
সঞ্জয় কুমার এর এই লেখাটি পড়েছেন ১২৭৭ জন পাঠক।

তোমার ঐ দুটি চোখ
নীলকন্ঠ জয় এর এই লেখাটি পড়েছেন ১১৯৪ জন পাঠক।

নীল পাহাড়ের মেঘ
ছাইরাছ হেলালের এই লেখাটি পড়েছেন ৪৪৭ জন পাঠক।

বিমুখ নদী
সাবিনা ইয়াসমিন এর এই লেখাটি পড়েছেন ৪১৮ জন পাঠক।

মা-বাবা’র জন্যে অন্তহীন ভালোবাসা
রিমি রুম্মান এর এই লেখাটি পড়েছেন ৩৯০ জন পাঠক।

বৃষ্টির ছন্দে
মুন্নি রুনা এর এই লেখাটি পড়েছেন ৩৭৪ জন পাঠক।

কোন ধরনের লেখা আসলে পাঠকরা খুঁজে পড়েন, আশাকরি উপরের লেখা গুলো দেখে বুঝতে পারবেন বর্তমান ব্লগারগণ। বাবা মা এর উপরে লিখিত লেখা পড়েন পাঠকরা। সমসাময়িক লেখা পড়েন। যেমন মহালয়া, বৃষ্টি। এই লেখা সমুহের মধ্যে বর্তমানে নিয়মিত ব্লগার আছেন তিনজন।

সেপ্টেম্বর মাসের শীর্ষ পঠিত পোস্টের ব্লগারদের সোনেলার পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ