বিমুখ নদী

সাবিনা ইয়াসমিন ২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৯:৩২:৪১অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

আমাদের পথটা থমকেছে হঠাৎ এক সোনালি সন্ধ্যায় ,
তারপর কেবল শুধুই ধুধু ধুধু বালিয়াড়ি

পিছু ফেরা যায়না
মরু-জমানো পায়ে
এগোনো হবেনা সামনের পথে,
পরিনত সম্পর্ক গড়ার পূর্বেই পথ হারিয়ে
গেছে স্তব্ধতার তুমুল জঞ্জালে..

হাহাকার
বঞ্চনা
প্রতারণা
পরিত্যাক্ততার মোড়কে ঢাকা প্রেম
বড্ডো কুৎসিত লাগে আজ-কাল ;

খোলোসের আবরণে সুখের মৃত্যু হয়েছে..
গলিত লাভা-স্রোতে পুড়েছে
হৃদয়ের সজীবতা,
ঈশ্বর-প্রদত্ত প্রেমে বহুমুখী ঈশ্বরের
প্রবঞ্চনায়
অপঘাতক আজ ঐশ্বরিক প্রেম।

দহন
জ্বলন
উত্তপ্ত অশ্রুকণায়
ছাই হয়েছে গহীন নদীর পলি-অঞ্চল/

প্রেম হবেনা আর এই অ-কবিতায়..

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ