সমীরণ

আরজু মুক্তা ২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ০৯:৩৪:৪৭অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

 

বাতাসে দখিনা সমীরণের
দুই সেকেন্ডের রোমান্টিকতা।
সূর্য গেছে ডুবে,
তারারা গেছে খসে,
গোলাপ ঝরছে।

চাঁদ আজ আগুন্তুক
হৃদয়ে পুলক জাগাতে ব্যস্ত
স্বচ্ছতায়, উচ্ছলতায়
বৃষ্টি দেবে না চুমুক।

পাখিরা কানে কানে গুঞ্জন তুলবে
আত্মাকে করবে পরিশুদ্ধ
ছায়াটাও সরে যাবে অন্ধকারে
রোদের পরশে।

হাসিমুখ সজ্জিত কপোল
অনুভূতি সমুদ্র সমান,
ভালোবাসা বাড়বে
পৃথিবী পোড়ে পুড়ুক।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ