মেঘ বালিকা

সুপর্ণা ফাল্গুনী ২৫ মে ২০২০, সোমবার, ০৭:৫৯:৫৯অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

মেঘ বালিকা, আজ তোমার মন খারাপ?
তাইতো বুঝি গোমড়া মুখে করছো পায়চারী!
একটু ঠোকর পেলেই কাঁদবে ভীষণ ভারী।
তুমি কাঁদো যদি, বৃষ্টি হয়ে ঝরবে -
আমি তখন হাত বাড়িয়ে পরশ নেব তোমার,
টুপ করে অধর ছুঁয়ে মুখে নেব পুরে।
তোমার কান্না হবে নদী;
উর্মিমালা আছড়ে পড়বে তটে;
আলতা রাঙা উদম পা দু'খানি,
নূপুরের ঝংকার তুলে সিক্ত হবে তোমার ছোঁয়াতে।

মেঘ বালিকা, তুমি হাসলে খিলখিলিয়ে;
আদিত্যের আলোকধারা ঝরবে, বসুধা হাসবে ঝলমলিয়ে।
পাখির কিচিরমিচির ডাকে ঘুমন্ত প্রাণীকুল জেগে উঠবে।
সোনালী ফসলে ভরে উঠবে মাঠ, ধূ ধূ প্রান্তর;
হরিৎ বনানী সাজবে বর্ণালী আখরে,
কর্মচাঞ্চল্যে ভরে উঠবে মানব-সভ্যতা।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ