রাত বারোটায় ফোন এসেছে “সুজানার স্বামী আত্মহত্যা করেছেন” সুজানও তখনও উপন্যাসের পাতা উল্টাচ্ছিলেন। এমনকী যখন তার মা তটস্থ হয়ে দৌড়ে এসে বললেন, “শুনেছিস সুজানা তোর স্বামী আত্মহত্যা করেছেন” সুজানার মা তখন কাঁপছিলেন গলাকাটা কবুতরের মতো, তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছিলো ভয়ের মতো আতঙ্ক জল। প্রচণ্ড রোদে পুড়ে যাওয়া কালো মুখের চেয়ে বিষন্ন কালো হয়েছে সুজানার [ বিস্তারিত ]