কোন কালেই ঘর ছিলো না

দালান জাহান ২০ জুন ২০২০, শনিবার, ১০:৪৬:৪৯অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

 

 

কোন কালেই ঘর ছিলো না

ঘর ছিলো না হৃদয় তলে

এ-ই দেখে যাও বুকে কেমন

আগুন ছাড়া আগুন জ্বলে। 

 

চাইছি যারে খুব করে খুব 

সেই ভেঙেছে স্বপ্ন চূড়া 

বন্য হয়ে হারিয়ে গেছে 

অন্ধকারে ফুলের তোড়া। 

 

আজও পাখি ডাক দিয়ে যায় 

দূরে কোথাও আকাশ-মলে 

পাহাড় ছোঁয়া দুঃখ বরফ

এক নিমিষেই যায় যে গলে। 

 

কিন্তু আজও মন পড়ে রয়

শুক্রবারে শুকনো জলে

এই দেখে যাও বুকে আমার 

আগুন ছাড়া আগুন জ্বলে।

 

দালান জাহান 

১৮.৬.২০

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ