কাঁদো তুমিও কাঁদো

দালান জাহান ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৮:৫৮:২০অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

  • ♥একদল বানর ডালে বসে
    লোম কচলাতে কচলাতে
    ঘাসের মাথায় ছুঁড়ে মারছে বিষাক্ত থুথু
    আর তাই অমৃত ভেবে
    চেটে খাচ্ছে আরেকদল শিম্পাঞ্জি।

বিড়ালগুলো শেকলে বেঁধে
অট্টালিকায় দাপিয়ে বেড়াচ্ছে
কতগুলো সাদা-শুয়োর
ইচ্ছের ফরমানে আজ
মহব্বতের মানুষ শব্দটি অভিধান হত
এতো আলো এতো সুবাস
কই যাচ্ছে !কোথায় যাচ্ছে!
যা হবার কথা নয় তাই হচ্ছে।

কাঁদো কাঁদো
এই তো কান্নার শ্রেষ্ঠ সময়
জল কাঁদছে নদী কাঁদছে
আকাশ কাঁদছে মাটি কাঁদছে
সবুজ কাঁদছে অবুঝ কাঁদছে
আঁচলে মুখ লুকিয়ে নিভৃতে কাঁদছে
বীরাঙ্গনার অনাথ শিশু।

এই তো কান্নার শ্রেষ্ঠ সময়
কাঁদো তুমিও কাঁদো।

দালান জাহান
০৬.০২.২০
সখিপুর।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ