হেমন্ত ছাড়া বড়ো কোন ক্ষতো নেই

দালান জাহান ২২ নভেম্বর ২০২০, রবিবার, ০৭:৩৫:৫১অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

হেমন্ত ছাড়া আমার কোন বড়ো ক্ষতো নেই 

আমি তো হেঁটে যেতে চাই সে ধান কাটা মাঠ সন্ধ্যা 

রাতভর আকাশের নীরব কান্না শান্ত  শিশিরের জল

বঙ্গ-বধূর আঁচল ভরা ক্লান্তির অনল। 

হেমন্ত ছাড়া আমার কোন ভালো স্মৃতি নেই 

আমি তো খুঁজি বিজন মাঠে সে শালিকের রাণী 

দীঘির মাংসে মিশে যায় কুয়াশার অন্ধ অসীম 

আমি বহন করি হিম হেমন্তের শুধুই হিমে কাঁপা ডিম। 

হেমন্ত ছাড়া আমার বড়ো কোন কষ্ট নেই 

ঘাসফড়িংয়ের মাথায় শুয়ে সেই হেমন্ত রাত

রজনী ফুঁড়ে ঢেলে দিয়েছে পূর্ণিমা ধবল দুধ

আজও ভেতরে হেমন্ত নেয় প্রবল প্রতিশোধ। 

 

দালান জাহান 

২১.১১.২০

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ